সুপর্ণা মজুমদার: দলিত। এই শব্দই জন আব্রাহাম, শর্বরী ওয়াঘ অভিনীত 'বেদা'(Vedaa) সিনেমার উপজীব্য। বাস্তবের একটি ঘটনাকে আশ্রয় করে ছবির চিত্রনাট্য লিখেছেন অসীম অরোরা। তবে তিনি ও পরিচালক নিখিল আডবাণী মিলে এমন বাস্তব দেখিয়েছেন যা শহরের গণ্ডীর বাইরে হয়েছে, হচ্ছে এবং হয়ে চলেছে।
'বেদা'র গল্প রাজস্থানের প্রেক্ষাপটে সাজানো হয়েছে। নাম ভূমিকাতেই রয়েছেন শর্বরী। বাবা, মা, দিদি, ভাইকে নিয়ে পরিবার। সংসার ঠিক মতোই চলে যায়। কিন্তু বেদার স্বপ্ন বক্সার হওয়া। অথচ স্বপ্ন যে তার মতো দলিত পরিবারের ছেলে-মেয়েদের দেখতে নেই! এদিকে বেদা নাছোড়বান্দা। প্রধানের ছেলের মার খেয়েও সে অভিমন্যুর (জন আব্রহাম) কাছে চলে আসে বক্সার হওয়ার স্বপ্ন নিয়ে। লোকচক্ষুর আড়ালেই চলতে থাকে প্রশিক্ষণ।
[আরও পড়ুন: ‘অনেক হয়েছে নোংরামি আর পাপ, এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া!’, হুঙ্কার শুভশ্রী]
সবই ঠিক চলছিল। আচমকা বেদার পরিবারে নেমে এল বিপর্যয়। কারণ তাঁর ভাই এক উচ্চবর্ণের পরিবারের মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। অপরাধ! ঘোর অপরাধ! বেদার ভাইয়ের পাশাপাশি তার দিদিকেও 'সমাজের ঠিকাদার' জিতেন্দ্র (অভিষেক বন্দ্যোপাধ্যায়) ও তাঁর দলবলের হাতে প্রাণ হারাতে হয়। নিজের প্রাণ বাঁচাতে বেদা বক্সিং কোচ অভিমন্যুর দ্বারস্থ হয়। সেনার গোর্খা রেজিমেন্টের সদস্য ছিল অভিমন্যু। স্ত্রী রাশির মৃত্যুর পর তারই গ্রামের বাড়িতে এসেছিল থাকতে। পারবে কি বেদাকে বাঁচাতে? প্রশ্নের উত্তর সিনেমা হলে পাওয়া যাবে।
নিখিল আডবাণী বিষয়বস্তু ভালোই বেছেছিলেন কিন্তু তা ঠিকভাবে ব্যবহার করতে পারলেন না। এত কিছু একটি সিনেমার মধ্যে দেখানোর চেষ্টা করছিলেন তাতেই যেন 'অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট'র মতো অবস্থা হয়েছে। ছবিতে নাম ভূমিকায় শর্বরী হলেও নায়ক হিসেবে জনকেই প্রতিষ্ঠা করা হয়েছে। অভিমন্যুর কাছে তো বক্সিং শিখেছিল বেদা। তার প্রয়োগ শুধুমাত্র একটি দৃশ্যেই দেখা গেল। বাকিটায় অভিমন্যুর মহিমা। অভিষেক দুরন্ত অভিনেতা। তা তিনি জিতেন্দ্রর চরিত্রে প্রমাণ করেছেন। সঙ্গী হিসেবে পেয়েছেন আশিস বিদ্যার্থী ও ক্ষিতীশ চৌহানকে। রাজেন্দ্র চাওলা, পিলু বিদ্যার্থী ও কুমুদ মিশ্ররা পার্শ্ব চরিত্র হিসেবেই ছিলেন। মৌনী রায়ের আইটেম নাচটির কোনও প্রয়োজন ছিল বলে তো মনে হয় না। সিনেমার সম্ভাবনা প্রচুর ছিল। কিছু জায়গা নজরকাড়ার মতো। বিশেষ করে অ্যাকশন দৃশ্য। কিন্তু গল্পের বাঁধুনি বড় আলগা। শর্বরী চেষ্টা করেও তার উর্ধ্বে উঠতে পারেননি।
ছবি - বেদা
অভিনয়ে - জন আব্রাহাম, শর্বরী ওয়াঘ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আশিস বিদ্যার্থী, ক্ষিতীশ চৌহান, রাজেন্দ্র চাওলা, পিলু বিদ্যার্থী, কুমুদ মিশ্র প্রমুখ
পরিচালনা - নিখিল আডবাণী