সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে জন্মদিনেই চমক দিলেন রুক্মিণী। বলা ভাল, রুক্মিণীকে সেরা জন্মদিনের উপহার দিলেন দেব। এতদিন ধরে রুক্মিণী মৈত্রর সত্যবতীর লুক নিয়ে নানা জল্পনা চলছিল। এমনকী, টলিপাড়ায় সমালোচনাও হয়েছিল অনেক। আপতত, সব গুঞ্জনকে ফুঁ দিয়ে উড়িয়ে দেবের হাত ধরেই প্রকাশ্যে এল রুক্মিণী মৈত্র সত্যবতী হয়েও ওঠার গল্প। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে পরিচালক বিরশা দাশগুপ্ত ‘দূর্গ রহস্য’ ছবির ব্যোমকেশ ওরফে দেব, পরিচয় করিয়ে দিলেন ‘সত্যবতী’ ওরফে রুক্মিণীর সঙ্গে।
‘দূর্গ রহস্য’ ছবিতে দেব ‘ব্যোমকেশে’র বিপরীতে ‘সত্যবতী’র চরিত্রে দেখা যাবে তাঁকে।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী জানিয়েছেন, সমালোচনার কথা আমি খুব একটা ভাবি না। নটী বিনোদিনীর সময়ও তাই হয়েছে। এবারও তাই হচ্ছে। লোকের সমালোচনা কানে নিলে কাজ করা হবে না।
এই সাক্ষাৎকারে রুক্মিণী আরও জানিয়েছেন, ”সত্যবতীর চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়াটা সত্য়িই দারুণ ব্যাপার। তবে হ্যাঁ, আমি শরদিন্দু পড়িনি। তবে দামিণী বেণী বসুর কাছে ওয়ার্কশপ করেছি। চরিত্রটাকে বোঝার চেষ্টা করেছি।”
[আরও পড়ুন: প্রেসিডেন্সি যেন ‘মহব্বতে’র ‘গুরুকূল’! প্রেমে ফরমান, সৃজিতের প্রশ্ন ‘ধাপার মাঠে যাবে?’]
রুপোলি পর্দায় বারবার ব্যোমকেশ বক্সিকে খুঁজে পেয়েছেন বাঙালি দর্শক। গোয়েন্দা চরিত্রে কখনও উত্তম কুমার কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়, আবার কখনও যিশু সেনগুপ্ত, সুজয় ঘোষ বা অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাদের দেখা গিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল দেবের নাম। এক টুইটেই চমকে দিয়েছিলেন সুপারস্টার। যাতে লিখেছিলেন, “ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতা হিসাবে ১৭ বছর পূর্ণ হল। অভিনেতা হিসাবে আমার পরবর্তী ছবি ‘ব্যোমকেশ দূর্গ রহস্য’। প্রযোজক দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্ম। সবসময় আপনাদের আশীর্বাদ কাম্য।