shono
Advertisement
ISL

জানুয়ারির শুরুতে টেন্ডার ডাকবে ফেডারেশন! আইএসএল চালু করতে ভরসা সেই এফএসডিএলই?

আইএসএল ক্লাবগুলো এদিন শর্ট টার্ম লিগের বাজেটও তৈরি করে ফেলেছে।
Published By: Arpan DasPosted: 11:05 AM Dec 31, 2025Updated: 03:38 PM Dec 31, 2025

দুলাল দে: নতুন বছরের প্রথম দিকটা খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় ফুটবলের জন্য। সবকিছু ঠিক থাকলে বছরের শুরুতেই আইএসএলের (ISL) টেন্ডার ডাকতে পারে ফেডারেশন।

Advertisement

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক বলছে, লিগ হবেই। ক্লাবগুলোও খেলতে চায়। ফেডারেশন বলছে, লিগ হবে। কমার্শিয়াল পার্টনার হিসাবে এতদিন যারা ছিল, সেই এফএসডিএল, তারাও ফুটবলে বিনিয়োগ করতে চায়। সূত্রের খবর, ক্লাব এবং যে তিন সদস্যের কমিটি যেভাবে আইএসএল করার পরিকল্পনা করছে, সেই পরিকল্পনা অনুযায়ী আপাতত অসুবিধা থাকার কথা নয় এফএসডিএলের। বরং এফএসডিএল আগেই যে প্রস্তাব দিয়েছিল ফেডারেশনকে, সেই ইপিএলের স্টাইলে লিগ আয়োজন হলে তারা আইএসএলের সঙ্গে থাকতে পারে। নতুন বছরের প্রথম দিকেই দ্রুত এই টেন্ডার প্রকাশ হতে পারে।

উল্লেখ্য, এই স্টাইলে লিগ আয়োজন হলে ক্লাব, কমার্শিয়াল পার্টনার ও ফেডারেশন সবার কাছেই শেয়ার থাকবে। বর্তমানে আইএসএল ক্লাব আর তিন সদস্যের সমন্বয় কমিটির আলোচনায় এই রকমই একটি পথ বেরিয়ে আসতে চলেছে। এটাই এখন আইএসএল হওয়ার ক্ষেত্রে আশার আলো। আর এটাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে চলেছে বলেই খবর। এখন চলছে কমার্শিয়াল পার্টনার হিসাবে কত টাকা দিতে হবে সেই বিষয়ে দরকষাকষি। ফেডারেশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি সত্যনারায়ণ-সহ কমিটির তিন সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে খুব দ্রুততার সঙ্গে এই টেন্ডার প্রকাশ করতে। ফেডারেশন কর্তারা নিজেরাও বুঝে গিয়েছেন, এফএসডিএল ছাড়া কেউ করবে না। জানুয়ারির শেষের দিকে যদি টেন্ডারে আগ্রহ দেখিয়ে এফএসডিএল লিগ্যাল কন্ট্রাক্টে চলে যায় তা হলে পরের মাস থেকেই আইএসএল শুরু করতে সমস্যা হবে না এফএসডিএলের। তার কারণ, পুরনো কমার্শিয়াল পার্টনার হিসাবে এফএসডিএলের অভিজ্ঞতা এবং পরিকাঠামো রয়েছে। দ্রুততার সঙ্গে যদি এফএসডিএল রাজি হয়ে যায়, তাহলে সম্প্রচারকারী সংস্থা নিয়েও ভাবতে হবে না ফেডারেশনকে। এফএসডিএল যে ভারতীয় ফুটবল থেকে সরে যায়নি তার অন্যতম উদাহরণ, এখনও পর্যন্ত তারা আরএফডিএলে বিনিয়োগ করছে। পাশাপাশি নবি মুম্বইয়ের ফুটবল অ্যাকাডেমি এখনও চালাচ্ছে।

আইএসএল ক্লাবগুলো এদিন শর্ট টার্ম লিগের বাজেটও তৈরি করে ফেলেছে। যার ফলে কাজ এগিয়ে গিয়েছে অনেকটাই। অন্যদিকে এএফসির স্লট নিয়ে সোমবারই এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে কথা বলেছিল ফেডারেশন। তাদেরকেও লিখিত জানাতে হবে কীভাবে আর কত দলের এবারের আইএসএল করতে চলেছে ফেডারেশন। এদিন আবার ওড়িশা এফসির সিইও রাজ আটওয়াল পদত্যাগ করলেন। দীর্ঘ পাঁচ বছর এই ক্লাবের সঙ্গে থাকার পর এদিন তিনি ক্লাব ছাড়েন বলে ওড়িশার তরফ থেকে সরকারিভাবে জানানো হয়েছে। জানা গিয়েছে, ভারতীয় ফুটবলের এই টালমাটাল অবস্থার জন্যই সরে দাঁড়ালেন অটল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন বছরের প্রথম দিকটা খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় ফুটবলের জন্য।
  • সবকিছু ঠিক থাকলে বছরের শুরুতেই আইএসএলের টেন্ডার ডাকতে পারে ফেডারেশন।
Advertisement