shono
Advertisement
India women's football team

ঘোষিত এশিয়ান কাপের গ্রুপ বিন্যাস, শক্তিশালী জাপানের সঙ্গে একই গ্রুপে ব্লু টাইগ্রেসরা

জাপান ছাড়াও গ্রুপ পর্বের ম্যাচে ভারতের প্রতিপক্ষ কারা?
Published By: Prasenjit DuttaPosted: 04:08 PM Jul 29, 2025Updated: 04:10 PM Jul 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে ভারতীয় মহিলা ফুটবল দল। ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। তার আগে মঙ্গলবার, সিডনি টাউন হলে ঘোষণা হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস। সেখানে শক্তিশালী জাপানের সঙ্গে একই গ্রুপে রয়েছে ভারত।

Advertisement

সি গ্রুপে রয়েছেন ব্লু টাইগ্রেসরা। জাপান ছাড়াও ভারতকে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হতে হবে ভিয়েতনাম এবং চাইনিজ তাইপেইয়ের সঙ্গে। তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে মোট ১২টি দেশকে। গ্রুপ এ-তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপিন্স। বি গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চিন, উত্তর কোরিয়া, বাংলাদেশ এবং উজবেকিস্তান।

মহিলাদের এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বে জয়যাত্রা অব্যাহত রেখেছিল ভারতীয় মহিলা দল। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ১৩-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন ভারতের মেয়েরা। ইরাককে ৫-০ গোলে হারিয়ে থাইল্যান্ডের বিরুদ্ধে নেমেছিলেন সঙ্গীতা বাসফোর, মনীষা কল্যাণরা। কার্যত ‘ফাইনাল’ সেই ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডকে হারায় ভারত। আর তারপরেই সামনে বছর অস্ট্রেলিয়ায় হতে চলা এশিয়ান কাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়ে যায় ভারতীয় মহিলা দল।

যদিও আসন্ন এশিয়ান কাপে লড়াই আরও কঠিন। ফেডারেশনের লক্ষ্য থাকবে, তার আগে প্রস্তুতিতে কোনও রকম ফাঁক না রাখার। এরজন্য উচ্চমানের আন্তর্জাতিক শিবির তো বটেই, প্রয়োজন একাধিক প্রস্তুতি ম্যাচ খেলারও। এশীয় সেরাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলার জন্য ভারতীয় মেয়েদের প্রস্তুত করার দিকে নজর দিতে হবে ফেডারেশনকে। তাহলেই এশিয়ান কাপের মতো কঠিন প্রতিযোগিতায় সাফল্য আসবে।

২০০৩ সালে শেষবার যোগ্যতার ভিত্তিতে মহিলা এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছিল। ২০২২ সালে আয়োজক দেশ হিসেবে এশিয়ান কাপ খেলে ভারত। এরপর আবার এশিয়ান কাপের মূলপর্বে খেলতে দেখা যাবে 'নীল বাঘিনী'দের। এখন দেখার, সেখানে ভারতীয় মহিলা দল কেমন খেলে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে ভারতীয় মহিলা ফুটবল দল।
  • ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ।
  • তার আগে মঙ্গলবার, সিডনি টাউন হলে ঘোষণা হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস।
Advertisement