shono
Advertisement
Santosh Trophy

অসমের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র বাংলার, সন্তোষে নকআউট পর্বের আগে চিন্তায় সঞ্জয় সেন

ড্র করলেও পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট গ্রুপ শীর্ষে থেকেই শেষ করল বাংলা। গ্রুপ শীর্ষে থাকলেও বাংলার ডিফেন্স এদিন ভালোই ভুগিয়েছে।
Published By: Prasenjit DuttaPosted: 05:00 PM Jan 30, 2026Updated: 05:02 PM Jan 30, 2026

বাংলা: ১ (আকাশ)
অসম: ১ (ঋতুরাজ)

Advertisement

সন্তোষ ট্রফির মূলপর্বে টানা তিন ম্যাচে জয়ের পর চতুর্থ ম্যাচে তামিলনাড়ুর কাছে ১-১ গোলে আটকে গিয়েছিল বাংলা। বৃহস্পতিবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছিলেন আকাশ হেমব্রমরা। যদিও গ্রুপ পর্বের ম্যাচটিতে এগিয়ে গিয়েও ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ বাংলা। ফলাফল ১-১। নকআউট পর্বের আগে এমন ফলাফলে উদ্বেগে থাকবেন কোচ সঞ্জয় সেন। 

বিপক্ষের ডেরায় গিয়ে লড়াই সব সময়েই কঠিন। এমন একটা ম্যাচে রবি হাঁসদা, উত্তম হাঁসদাদের প্রথম একাদশে রাখেননি কোচ সঞ্জয়। কিক-অফের প্রথম মিনিটেই সুযোগ চলে আসে বাংলার সামনে। চতুর্থ মিনিটে আক্রমণ শানায় অসমও। ১২ মিনিটে ফের সুযোগ পায় বঙ্গ ব্রিগেড। এর তিন মিনিট পর বাংলার পেনাল্টি বক্সে লং বল পেয়ে যায় অসমের ফরওয়ার্ড। রক্ষণ সজাগ থাকায় বিপদ হয়নি। ১৮ মিনিটে গোল পেয়ে যেতে পারত বাংলা। দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৩২ মিনিটে বাংলার হয়ে ডেডলক ভাঙেন আকাশ হেমব্রম। ১-০ স্কোর নিয়ে বিরতিতে যায় বাংলা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় অসম। ৫১ মিনিটে গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন অসম ফুটবলার। ৫৭ মিনিটে সুযোগ আসে বাংলার সামনেও। অনবদ্য সেভ করেন অসম গোলকিপার। ৭৮ মিনিটে বিপক্ষ দলের ফুটবলারের হেড ক্রস বারে লেগে প্রতিহত হয়। ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অসমকে সমতায় ফেরান ঋতুরাজ।

ড্র করলেও পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট গ্রুপ শীর্ষে থেকেই শেষ করল বাংলা। গ্রুপ শীর্ষে থাকলেও বাংলার ডিফেন্স এদিন ভালোই ভুগিয়েছে। মাঝমাঠের দুর্বলতার সুযোগে বারবার আক্রমণে উঠতে দেখা গিয়েছে বিপক্ষ দলকে। কোয়ার্টার ফাইনালে এই জায়গাগুলো মেরামত করেই নামতে হবে সঞ্জয় সেনের দলকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement