সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গল সুপার লিগে জয়ের সরণিতে ফিরল সুন্দরবন বেঙ্গল অটো এফসি। টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেল মেহতাব হোসেনের দল। আর তার সুবাদে লিগ টেবিলের শীর্ষে উঠে এল সুন্দরবন। কোপা টাইগার্স বীরভূমকে ২-০ গোলে হারায় তারা। আর বিএসএলে এখনও জয় অধরা কোপা টাইগার্সের।
জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ। টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে সাপ-লুডোর খেলা চলছে। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল জেএইচআর রয়্যাল সিটি। ক্যানিং স্টেডিয়ামে কোপা টাইগার্সের বিরুদ্ধে নামার আগে সুন্দরবনের পয়েন্ট ছিল ১৩। লিগ টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে নেমে সম্পূর্ণ সফল মেহতাবের দল। কার্যত একতরফা জিতল তারা। ঘরের মাঠে ৬ মিনিটে সুন্দরবনকে এগিয়ে দেন রিচমন্ড। ৩৮ ব্যবধান বাড়ান নবাব। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে ছিল সুন্দরবন। সেই ব্যবধান আর কমাতে পারেনি কোপা। গোল করতে পারেনি সুন্দরবনও। শেষ পর্যন্ত আর স্কোরবোর্ডে কোনও পরিবর্তন হয়নি।
বেঙ্গল সুপার লিগের শুরু থেকেই দাপট বজায় রেখেছিল সুন্দরবন। কিন্তু পরপর নর্থবেঙ্গল ও মেদিনীপুরের কাছে হেরে বিপাকে পড়ে তারা। এই জয়ের ফলে শীর্ষে উঠে এলেন মহম্মদ রফিকরা। এই মুহূর্তে ৮ ম্যাচে সুন্দরবনের পয়েন্ট ১৬। রয়্যাল সিটি চলে গেল দ্বিতীয় স্থানে। হাওড়া-হুগলি ওয়ারিয়ার্সের পয়েন্ট ১৩। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নর্থ ২৪ পরগনা। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে নর্থবেঙ্গল। এরপর রয়েছে এফসি মেদিনীপুর। তাদের পয়েন্ট ৭ ম্যাচে ৮। এরপর ৭ পয়েন্ট নিয়ে আছে বর্ধমান ব্লাস্টার্স। জয়হীন কোপা টাইগার্স সবার শেষে। তাদের পয়েন্ট ২।
