shono
Advertisement
Mohun Bagan

ডার্বির আগে সতর্ক মোহনবাগান, কালীঘাট এমএসের বিরুদ্ধে খেলবেন কিয়ান?

কালীঘাট এমএস তিন ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি।
Published By: Arpan DasPosted: 10:53 AM Jul 16, 2025Updated: 10:53 AM Jul 16, 2025

স্টাফ রিপোর্টার: অনুশীলন শেষ করে যখন মাঠ ছেড়ে উঠে আসছেন মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো, ততক্ষণে মঙ্গলবার ঘরোয়া লিগের ইস্টবেঙ্গল-পাঠচক্র ম্যাচ শেষ হয়ে গিয়েছে। সেই ম্যাচ ইস্টবেঙ্গলের হারের খবর এসে পৌঁছেছে মোহনবাগান শিবিরেও। ডার্বিতে নামার ঠিক আগের ম্যাচেই হার ইস্টবেঙ্গলের! বুধবার ঘরোয়া লিগে মোহনবাগানের সামনে কালীঘাট এমএস। এই ম্যাচের পরই মোহনবাগান ঘরোয়া লিগের ডার্বিতে নামবে। এমন একটা দিনেও ইস্টবেঙ্গলের হার নিয়ে এতটুকু মাথা ঘামাতে চান না ডেগি।

Advertisement

বুধবারের প্রতিপক্ষ তিন ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি। তারপরও কালীঘাট এমএস-কে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন মোহনবাগান কোচ। ইতিমধ্যেই মোহনবাগান অনুশীলনে নেমে গিয়েছেন কিয়ান নাসিরি, দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট ও গ্লেন মার্টিন্সের মতো সিনিয়র দলের ফুটবলাররা। তবে এই চার ফুটবলারকে বুধবার প্রথম একাদশে রাখার ভাবনা চিন্তা নেই ডেগির। আপাতত এই ফুটবলাররা কন্ডিশনিং কোচের কাছে রিহ্যাব করছেন। এদিনও কিয়ান ও গ্লেনকে সাইডলাইনে অনুশীলন করতে দেখা গিয়েছে। সুহেলও পুরো অনুশীলন করেননি। তবে কালীঘাটের বিরুদ্ধে বেশ কয়েকটি পরিবর্তন আনতে চলেছেন ডেগি।

কিয়ান-সহ চার আইএসএল ফুটবলারের লিগের ম্যাচে খেলা প্রসঙ্গে কোচ ডেগি বলেন, "চারজনই কন্ডিশন কোচের কাছে রিহ্যাব করছে। ওদের নিয়ে কাজ চলছে। তবে আমাদের ফোকাস থাকবে রিজার্ভ দলের ফুটবলারদের দিকেই। বুধবার দলে দু-তিনটে পরিবর্তন আসতে পারে।" প্রতিপক্ষ কালীঘাট সম্পর্কে বলতে গিয়ে ডেগি যোগ করেন, "ওরা ভালো খেলছে। ডার্বির আগে হালকাভাবে নিচ্ছি না ওদের।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার ঘরোয়া লিগে মোহনবাগানের সামনে কালীঘাট এমএস।
  • এই ম্যাচের পরই মোহনবাগান ঘরোয়া লিগের ডার্বিতে নামবে।
  • বুধবারের প্রতিপক্ষ তিন ম্যাচ খেললে এখনও জয়ের মুখ দেখেনি।
Advertisement