shono
Advertisement

Breaking News

Cristiano Ronaldo

ফের টেন হ্যাগের বিরুদ্ধে বিস্ফোরণ! ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে আমূল পরিবর্তনের দাবি রোনাল্ডোর

এবারও প্রিমিয়ার লিগের শুরুটা ভালো হয়নি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের।
Published By: Arpan DasPosted: 04:22 PM Sep 12, 2024Updated: 07:26 PM Sep 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১-এ তাঁর প্রত্যাবর্তন ঘটেছিল পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। যেখান থেকে শুরু তাঁর স্বপ্নের সফর। সেই চিরচেনা লাল জার্সিতে রোনাল্ডো ফিরেছিলেন কিংবদন্তি হয়ে। কিন্তু সেই প্রত্যাবর্তন সুখের হয়নি। ক্লাব ছাড়ার আগে বিস্ফোরক ইন্টারভিউও দিয়েছিলেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। ফের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও তাঁদের কোচ এরিক টেন হ্যাগকে নিয়ে মুখ খুললেন পর্তুগিজ কিংবদন্তি।

Advertisement

ম্যাঞ্চেস্টারের দলে ফিরেও দুরন্ত ফর্ম দেখিয়েছিলেন রোনাল্ডো। কিন্তু বড়সড় সাফল্য আসেনি। পরে কোচ এরিক টেন হ্যাগকে নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। অবশেষে ২০২৩-এ সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেন। কিন্তু তার পরও খুব একটা ভালো খেলতে পারেনি ইউনাইটেড। এবারও লিগের শুরু থেকে যেরকম ফুটবল খেলছেন ব্রুনো ফার্নান্দেজরা, তাতে আশার আলো দেখতে পারছেন না ভক্তরা।

[আরও পড়ুন: নতুন কীর্তির হাতছানি! শচীনের নজির ভেঙে কোন রেকর্ড গড়বেন কোহলি?]

এর মধ্যেই ফের বিস্ফোরণ রোনাল্ডোর। সেই সঙ্গে জানিয়ে দিলেন কোন পথে সাফল্য আসতে পারে রেড ডেভিলদের। নিজের ইউটিউব চ্যানেলে পুরনো সতীর্থ রিও ফার্দিনান্দের সঙ্গে পডকাস্টে তিনি বলেন, "আমার মতে ম্যাঞ্চেস্টারে আবার সব কিছু নতুন করে শুরু করা উচিত। যেখানে কোচ বলছেন, ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য লড়াই করছে না। এটা তুমি বলতে পারো না।"

[আরও পড়ুন: ভারত সফরের জন্য টেস্ট দল ঘোষণা বাংলাদেশের, চোটে বাদ তারকা পেসার]

মরশুমের প্রথম ম্যাচে জয় পেয়েছিল টেন হ্যাগের দল। তার পর ব্রাইটন ও লিভারপুলের বিরুদ্ধে হেরেছে। রোনাল্ডোর সংযোজন, "মানসিকতা আরও শক্তি হওয়া উচিত। বলা উচিত, 'আমাদের শক্তি নাই থাকতে পারে। কিন্তু আমাদের লড়াই করে যেতে হবে।' ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এখনও বিশ্বের সেরা ক্লাব। কিন্তু পরিবর্তন আসা উচিত। ক্লাবের পরিকাঠামো থেকে সব কিছুতে বদল আসা উচিত। এটাই একমাত্র উপায়। তবে আমি বিশ্বাস করি, ক্লাবের ভবিষ্যৎ উজ্জ্বল। সেটা শুধু প্রতিভাবান ফুটবলারদের দিয়ে হয় না। প্লেয়ার থেকে ক্লাব, সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২১-এ তাঁর প্রত্যাবর্তন ঘটেছিল পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে।
  • যেখান থেকে শুরু তাঁর স্বপ্নের জার্নি। সেই চিরচেনা লাল জার্সিতে রোনাল্ডো ফিরেছিলেন কিংবদন্তি হয়ে।
  • কিন্তু সেই প্রত্যাবর্তন সুখের হয়নি। ক্লাব ছাড়ার আগে বিস্ফোরক ইন্টারভিউও দিয়েছিলেন রোনাল্ডো।
Advertisement