shono
Advertisement
Cristiano Ronaldo

'শান্তির জন্য খেলছি', ইরান-ইজরায়েল যুদ্ধের মাঝেই ট্রাম্পকে স্পেশাল জার্সি উপহার রোনাল্ডোর

জি৭ সম্মেলনে ট্রাম্পের হাতে জার্সি তুলে দেন ইউরোপীয় কাউন্সিলের প্রতিনিধি।
Published By: Arpan DasPosted: 05:28 PM Jun 17, 2025Updated: 05:38 PM Jun 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েল ও ইরানের যুদ্ধ নিয়ে সন্ত্রস্ত গোটা বিশ্ব। তার মধ্যেই জি-৭ বৈঠক উপলক্ষে বর্তমানে কানাডায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেখানে চমকপ্রদ উপহার পেলেন ট্রাম্প। যেটা পাঠিয়েছেন স্বয়ং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Advertisement

জি৭ সম্মেলনে ট্রাম্প উপস্থিত ছিলেন বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে আলোচনায় অংশ নিতে। রোনালদোর সই করা পর্তুগালের একটি জার্সি তুলে দেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা। তিনি ট্রাম্পকে জানান, জার্সিতে একটি বিশেষ বার্তা রয়েছে।

কী সেই বার্তা? জার্সিতে লেখা রয়েছে, 'প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলছি, শান্তির জন্য খেলছি'। তার নীচে রয়েছে রোনাল্ডোর স্বাক্ষর। রোনাল্ডোর জার্সি নিয়ে ট্রাম্পের সেই ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পরে কোস্তাও সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, 'আমরা একই দলে লড়ছি'।

৪০ বছর বয়সি রোনাল্ডো এখন সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলেন। মধ্য এশিয়ার সেরা প্লেয়ারও হয়েছেন। সম্প্রতি পর্তুগালের হয়ে নেশনস লিগ জিতেছেন। শোনা যাচ্ছিল, আল নাসর ছেড়ে অন্য ক্লাবে যেতে পারেন সিআর৭। তবে নেশনস লিগ জেতার পর সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছেন রোনাল্ডো। অন্যদিকে জি-৭ বৈঠক উপলক্ষে বর্তমানে কানাডায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও জানা যাচ্ছে, বড়সড় কিছু ঘটার আশঙ্কায় মাঝপথেই ওই বৈঠক ছেড়ে ফিরে আসছেন তিনি। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে মঙ্গলবার রাতে ওয়াশিংটনে ফিরে আসছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইজরায়েল ও ইরানের যুদ্ধ নিয়ে সন্ত্রস্ত গোটা বিশ্ব।
  • তার মধ্যেই জি-৭ বৈঠক উপলক্ষে বর্তমানে কানাডায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • আর সেখানে চমকপ্রদ উপহার পেলেন যুক্তরাষ্ট্রের ট্রাম্প। যেটা পাঠিয়েছেন স্বয়ং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
Advertisement