shono
Advertisement
Cristiano Ronaldo

আগামী বছর বিয়ে রোনাল্ডো-জর্জিনার! বাড়ির কাছে ৫০০ বছরের পুরনো চার্চেই বিবাহ আসর

রোনান্ডো যে হাসপাতালে জন্মেছিলেন, সেখান থেকে মাত্র দুই কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত এই চার্চ।
Published By: Prasenjit DuttaPosted: 04:42 PM Nov 26, 2025Updated: 05:11 PM Nov 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের প্রেমের সম্পর্ক প্রায় ৯ বছরের। বহুবার জর্জিনা রডরিগেজকে 'স্ত্রী' বলে উল্লেখ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এবার দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার। এরজন্য ইতিমধ্যেই তিনি ঠিক করে নিয়েছেন বিয়ের ভেন্যু। রোনাল্ডোর বিয়ে হবে তাঁর জন্মভূমি মাদেইরার ফুনচালের ৫১১ বছরের প্রাচীন চার্চে।

Advertisement

ব্রিটিশ গণমাধ্যম 'দ্য সান' জানিয়েছে, আগামী বছর ফিফা বিশ্বকাপের পর বিয়ে করবেন রোনাল্ডো-জর্জিনা। ১৫১৪ সালে নির্মিত ক্যাথিড্রাল অফ ফুনচাল। মাদেইরার সবচেয়ে পুরনো ক্যাথিড্রাল এটাই। রোনান্ডো যে হাসপাতালে জন্মেছিলেন, সেখান থেকে মাত্র দুই কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত এই চার্চ। ছোটবেলার ক্লাব সিওনাল দা মাদেইরাও এর কাছাকাছি। রোনাল্ডোর বয়স যখন ১২, এখান থেকে স্পোর্টিং লিসবনে যোগ দিয়েছিলেন তিনি। তারপর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি।

নভেম্বরের শুরুতে সম্প্রতি সাংবাদিক পিয়ার্স মর্গানের সঙ্গে একটি পডকাস্টে নিজের প্রেমকাহিনি জানাতে গিয়ে রোনাল্ডো বলেছিলেন, “তখন মোটামুটি রাত ১টা হবে। আমাদের মেয়েরা তখন ঘুমোচ্ছিল। আমার এক বন্ধু একটা আংটি জিওকে (জর্জিনা) দেওয়ার জন্য দিয়েছিল। আমি এমনিই রিংটা দিতে যাচ্ছিলাম। তখন আমার দুই সন্তান এসে বলে, ‘বাবা, তুমি মাকে এই আংটি দিয়ে বলো তোমাকে বিয়ে করতে।’ আমিও ভাবলাম, এটাই সেই মুহূর্ত। আমার মেয়েরা দেখছিল। আমার বন্ধুও ক্যামেরায় সব রেকর্ড করছিল।”

২০২৬-র জুন মাসের ১১ থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ। তারপরই বিয়ের বাঁধনে বাঁধা পড়বেন রোনাল্ডো। উল্লেখ্য, চলতি বছরের আগস্টে জর্জিনার সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন সিআর৭। মনে করা হচ্ছে, বহু প্রতীক্ষিত এই বিয়ে উপলক্ষে চাঁদের হাট বসতে চলেছে। উল্লেখ্য, ২০১৬ থেকে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো ও জর্জিনা। মাদ্রিদে সুপারশপের কর্মী জর্জিনার সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। তাঁদের দু'টি সন্তানও রয়েছে। সব মিলিয়ে পাঁচ সন্তান রয়েছে আল নাসের তারকার। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁদের প্রেমের সম্পর্ক প্রায় ৯ বছরের।
  • বহুবার জর্জিনা রডরিগেজকে 'স্ত্রী' বলে উল্লেখ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
  • এবার দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার।
Advertisement