ডায়মন্ড হারবার: ১ (জবি)
ভবানীপুর: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার কলকাতা লিগে মুখোমুখি হয়েছিল ভবানীপুর ও ডায়মন্ড হারবার এফসি। এই ম্যাচে নামার আগে নিজেদের দুই ম্যাচে একটা জয় ও একটা ড্র করেছিল ডায়মন্ড হারবার। যদিও ভবানীপুরকে হারিয়ে কলকাতা লিগে এখনও অপরাজিত থাকল ডায়মন্ড হারবার।
অন্যদিকে, তিন ম্যাচে দু'টো জয় ও একটা ড্রয়ের ফলে তিন পয়েন্টে ডায়মন্ড হারবারের থেকে এগিয়ে থেকে শুরু করেছিল ভবানীপুর। যদিও এই ম্যাচে চেনা ছন্দে পাওয়া গেল না তাদের।
৩২ মিনিটে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন জবি জাস্টিন। প্রথমার্ধে কোনও পক্ষই আর কোনও গোল করতে পারেনি। তবে, দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠা ভবানীপুরের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় ডায়মন্ড হারবারের রক্ষণে এসে।
ডায়মন্ড হারবারের তরুণ রক্ষণের কাছে ভবানীপুরের হয়ে দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া বিদ্যাসাগর সিংকে আটকানোটা বড় চ্যালেঞ্জ ছিল। সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ ডায়মন্ড হারবার। যদিও দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জনে খেলে তারা। তবুও টলানো যায়নি ডায়মন্ড হারবার রক্ষণকে। শেষমেশ গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ডায়মন্ড হারবার এফসি।
