shono
Advertisement
IFA Shield

চূড়ান্ত আইএফএ শিল্ডের গ্রুপ বিন্যাস! কবে মুখোমুখি হতে পারে মোহনবাগান-ইস্টবেঙ্গল?

শিল্ডে অংশ নেওয়া ছয়টা দলকে দুটো গ্রুপ করা হবে।
Published By: Arpan DasPosted: 02:26 PM Sep 29, 2025Updated: 02:26 PM Sep 29, 2025

স্টাফ রিপোর্টার: আইএফএ শিল্ডে দুই প্রধান সম্মতি জানানোর পর ফের উন্মাদনা দেখা যাচ্ছে শিল্ড নিয়ে। ফলে আরও একবার ডার্বি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কলকাতা ফুটবলে। তবে ফাইনালের আগে শিল্ডে ডার্বি হওয়ার সম্ভাবনা নেই। জানা যাচ্ছে, শিল্ডের গ্রুপ বিন্যাসে দুই প্রধানকে দুটো আলাদা গ্রুপে রাখার পরিকল্পনা করা হচ্ছে। সদ্য শেষ হওয়া ঘরোয়া লিগে ডার্বির যে উন্মাদনা দেখা গিয়েছে, তা আশা জাগিয়েছে আইএফএ-কে।

Advertisement

আগে থেকেই জানা গিয়েছিল শিল্ডে অংশ নেওয়া ছয়টা দলকে দুটো গ্রুপ করা হবে। প্রত্যেকটি গ্রুপে তিনটে করে দলকে রাখা হবে। এখনও পর্যন্ত চারটে দল সম্মতি জানিয়ে দিয়েছে আইএফএ শিল্ড খেলতে। এদের মধ্যে দুই প্রধান ছাড়াও সম্মতি দিয়ে আই লিগের দুই দল গোকুলাম কেরালা ও নামধারী এফসি। বাকি রয়েছে আরও দুটো দল। আইএফএর একটা অংশ ভাবছে, ঘরোয়া লিগে রানার্স হওয়া ইউনাইটেড স্পোর্টসকে নেওয়া হতে পারে শিল্ডে। তাতে আগামী দিনে ঘরোয়া লিগে ভালো খেলার অনুপ্রেরণা থাকবে দলগুলোর। যদিও ইউনাইটেডের বিষয়টি এখনও সরকারিভাবে জানানো হয়নি। বাকি রয়েছে আরও একটি দল।

আইএফএ কর্তারা আরও তিনটি দলের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। আশা করা যাচ্ছে দু একদিনের মধ্যেই সেই দল চূড়ান্ত হয়ে যাবে। তবে শেষ মুহূর্তে শিল্ডে আসছে না পাঞ্জাব এফসি। তারা শেষ মুহূর্তে শিল্ড খেলতে চায়নি। যেহেতু পরিকল্পনা করা হয়েছে শিল্ড শুরু হতে পারে ৮ অক্টোবর থেকে সেই দিক থেকে দেখলে খুব বেশি সময়ও হাতে নেই আয়োজকদের। পুজোর মধ্যেই ষষ্ঠ দলের নাম ঘোষণা করে দিতে পারে তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইএফএ শিল্ডে দুই প্রধান সম্মতি জানানোর পর ফের উন্মাদনা দেখা যাচ্ছে শিল্ড নিয়ে।
  • ফলে আরও একবার ডার্বি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কলকাতা ফুটবলে।
  • তবে ফাইনালের আগে শিল্ডে ডার্বি হওয়ার সম্ভাবনা নেই।
Advertisement