শিলাজিৎ সরকার: মাদিহ তালালকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল। ফরাসি-মরক্কোন মিডফিল্ডার যে এবার আর রাখা হবে না, তা নিয়ে জল্পনা ছিলই। এবার আনুষ্ঠানিকভাবে তালালকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করল লাল-হলুদ। উভয়পক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মরশুমের মাঝপথে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি।
গত মরশুম শুরুর আগে ইস্টবেঙ্গলে সই করেছিলেন ২০২৩-২৪ মরশুমে আইএসএলের সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক মাদিহ তালাল। দু'বছরের চুক্তিতে লাল-হলুদ জার্সি গায়ে চাপিয়ে ছিলেন তিনি। তবে সেই যাত্রা খুব একটা সুখের হয়নি। ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে হাঁটুতে চোট পেয়েছিলেন। খেলা চলাকালীনই তাঁকে মাঠ ছাড়তে হয়। এমআরআই-এর প্রাথমিক রিপোর্টে জানা যায়, এসিএলে গ্রেড ৩ টিয়ারের চোট রয়েছে। এ ধরনের চোট সারিয়ে পুরোপুরি ফিট হতে সাধারণত দশ মাসেরও বেশি সময় লেগে যায়। সম্প্রতি চোট সারিয়ে অনুশীলনও শুরু করেছিলেন তালাল।
কিন্তু তাতেও ইস্টবেঙ্গল জার্সিতে কামব্যাক হচ্ছে না তাঁর। ইতিমধ্যেই ছয় বিদেশিকে সই করিয়ে নিয়েছে অস্কার ব্রুজোর দল। ডিফেন্সে আছেন আর্জেন্টিনার কেভিন সিবিয়ে, মাঝমাঠে সল ক্রেসপো তো রয়েছেনই, এবার যোগ দিয়েছেন মহম্মদ রশিদ, মিগুয়েল ফিগুয়েরা। আক্রমণে হামিদ আহদাদ আছে, সদ্য যোগ দিয়েছেন জাপানের হিরোশি ইবুসুকি। ডুরান্ডে ব্যর্থতার পর সামনে সুপার কাপ ও আইএসএল আছে। ফলে কার্যত নিজের পছন্দমতো বিদেশি নিয়েই দল সাজালেন অস্কার।
এর আগে দিয়ামান্তোকোসকে বিদায় জানিয়েছে ইস্টবেঙ্গল। তার আগে বাদ পড়েন হিজাজি মাহের। এবার সেই তালিকায় নাম উঠল মাদিহ তালালের।
