সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৬ মাসেই মোহভঙ্গ! মরোক্কান স্ট্রাইকার হামিদ আহদাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল। সোমবার সন্ধেয় লাল-হলুদের তরফে জানানো হয়, দুপক্ষের সম্মতিতেই বিচ্ছেদ হয়েছে। হামিদের সঙ্গে একবছরের চুক্তি করেছিল ইস্টবেঙ্গল। গত বছরের জুলাই মাসে চুক্তি হয়। কিন্তু নতুন বছরের শুরুতেই লাল-হলুদ ভক্তকুলের নয়নের মণি হয়ে ওঠা স্ট্রাইকারের সঙ্গে ইস্টবেঙ্গলের পথচলা শেষ হয়ে গেল।
গতবছর ডুরান্ড কাপ চলাকালীন ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হিসাবে লাল-হলুদ শিবিরে যোগ দেন হামিদ। প্রথমবার ইস্টবেঙ্গলের হয়ে খেলতে নামেন পরিবর্ত হিসাবে। নামধারীর বিরুদ্ধে সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করেন হামিদ। সেখান থেকেই ইস্টবেঙ্গল ভক্তদের নয়নমণি হয়ে ওঠেন মরক্কোর এই স্ট্রাইকার। আইএফএ শিল্ড ফাইনালেও তাঁর গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে গিয়ে হেরে যায় লাল-হলুদ ব্রিগেড। সুপার কাপে অবশ্য একটাও গোল করেননি তিনি।
নতুন বছরের শুরুতেই ইস্টবেঙ্গল থেকে বিদায় নিলেন হামিদ। ক্লাবের তরফে বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, 'দুপক্ষের সম্মতিক্রমে হামিদ আহদাদ এবং ইস্টবেঙ্গলের সম্পর্ক শেষ হচ্ছে। এই সময়টা হামিদ নিজের পরিবারের সঙ্গে কাটাতে চান। ক্লাব হিসাবে ইস্টবেঙ্গল চায়, ফুটবলাররা মাঠের বাইরেও ভালো থাকুন। তাই হামিদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েই সম্পর্ক শেষ হচ্ছে। তাঁর পরিবর্ত খোঁজার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।'
প্রসঙ্গত, দীর্ঘ টানাপোড়েনের পর আইএসএল জট কিছুটা কাটার ইঙ্গিত মিলেছে। কিন্তু মেগা টুর্নামেন্ট যে শুরু হচ্ছেই, একথা কেউই জোর দিয়ে বলছেন না। এহেন পরিস্থিতিতে ক্লাব ছাড়লেন হামিদ। আগামী দিনে কি এভাবেই ফিরে যাবেন অন্য বিদেশিরাও? চিন্তায় লাল-হলুদ ভক্তকুল।
