shono
Advertisement
East Bengal

ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ ষষ্ঠ বিদেশির, মরোক্কান স্ট্রাইকার হামিদকে নিয়ে কী বললেন অস্কার?

কলকাতা ডার্বি খেলতে মুখিয়ে হামিদ।
Published By: Arpan DasPosted: 09:13 AM Jul 30, 2025Updated: 09:13 AM Jul 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বিদেশির নাম অনেক আগেই ঘোষিত হয়েছিল। ডুরান্ড কাপে নেমে পড়েছে তিন বিদেশিও। অবশেষে ষষ্ঠ বিদেশি হামিদ আহাদাদকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণাও করে দিল ইস্টবেঙ্গল। তিনি ইতিমধ্যে অনুশীলনেও নেমে পড়েছেন। মরোক্কান স্ট্রাইকারের থেকে কী প্রত্যাশা লাল-হলুদ কোচের?

Advertisement

হামিদের সঙ্গে একবছরের চুক্তি হয়েছে ইস্টবেঙ্গলের। ১৭ নম্বর জার্সি পরবেন তিনি। আফ্রিকান লিগে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে ৩০ বছর বয়সি স্ট্রাইকারের। তবে প্রধান স্ট্রাইকারের পাশাপাশি উইংয়েও খেলতে পারেন হামিদ। যাঁকে নিয়ে অস্কার বলছেন, "হামিদ ধারাবাহিকভাবে গোল করেছে। গোল চেনার সহজাত প্রতিভা আছে ওর। হামিদের স্কিল ও মরক্কো ও মিশরের বিভিন্ন ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা আমাদের কাছে কাজে লাগবে। তাছাড়া আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ওর।" মরক্কোর হয়ে ২০টি ম্যাচ খেলেছেন হামিদ। ৬টি গোলও আছে।

হামিদ নিজেও বলছেন, "আমি ইস্টবেঙ্গলকে নিয়ে অনেক ভালো কথা শুনেছি। শতাব্দীপ্রাচীন ক্লাবে যোগ দিয়ে আমি গর্বিত। আমি এর আগে জামালেক এসসি'তে খেলেছি। ফলে আমি জানি ডার্বিতে কতটা চাপ থাকে। আমি কলকাতা ডার্বির জন্য মুখিয়ে আছি। যা এশিয়ার অন্যতম বড় ডার্বি। আমি ক্লাব ও সমর্থকদের জন্য সেরাটা দিতে তৈরি। চেষ্টা করব, ক্লাবের হয়ে ট্রফি জেতার।" ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবোই সিংটো বলছেন, "আমরা বিশ্বাস করি, আগামী মরশুমে সাফল্য পেতে হামিদ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।" ইতিমধ্যে লাল-হলুদ জার্সিতে অনুশীলনেও নেমে পড়েছেন হামিদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাঁচ বিদেশির নাম অনেক আগেই ঘোষিত হয়েছিল। ডুরান্ড কাপে নেমে পড়েছে তিন বিদেশিও।
  • অবশেষে ষষ্ঠ বিদেশি হামিদ আহাদাদকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণাও করে দিল ইস্টবেঙ্গল।
  • তিনি ইতিমধ্যে অনুশীলনেও নেমে পড়েছেন।
Advertisement