shono
Advertisement
Mohammedan SC

নির্বাসন উঠলেও কমছে না সমস্যা, মাঠের ভিতরে-বাইরে জেরবার মহামেডান

আপাতত ভারতীয় ফুটবলারদের উপরেই আস্থা রাখছে মহামেডান।
Published By: Anwesha AdhikaryPosted: 04:12 PM Dec 11, 2025Updated: 04:58 PM Dec 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে ফিফার রেজিস্ট্রেশন ব্যান উঠে গেলেও সমস্যা কমছে না মহামেডানের (Mohammedan SC)। কারণ ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি মহামেডানের বিদেশি ফুটবলার ফ্যাঙ্কার অভিযোগটি সরাসরি ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠিয়েছিল। সেই শৃঙ্খলারক্ষা কমিটি আদেশ দিয়েছিল, যদি তাঁদের নির্দেশ মতো তিরিশ দিনের মধ্যে ফ্রাঙ্কার বেতন না হয় তাহলে শাস্তি হিসাবে আরও আরও দুটো ট্রান্সফার উইন্ডো ব্যানের আওতায় থাকবে মহামেডান।

Advertisement

মহামেডান (Mohammedan SC) কর্তারা সেই নোটিশ পাওয়ার তিরিশ দিনের মধ্যেও সেই বকেয়া বেতন দিতে পারেননি। স্বাভাবিকভাবে সেই সময়ই নির্ধারণ হয়ে গিয়েছিল, মহামেডান আরও দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান হতে চলেছে। সব মিলিয়ে আটটি অভিযোগ জমা পড়েছিল ফিফায়। এই মুহূর্তে যে সব ফুটবলার এবং কোচ অভিযোগ জানিয়েছিলেন, তাদের বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে ক্লাবের তরফ থেকে। তবে হিসাব মতো আগামী জানুয়ারি উইন্ডো আর পরের উইন্ডোতে মহামেডান ফুটবলার সই করাতে পারবে না। তবে জানা গিয়েছে, এই মুহূর্তে ফ্রি ফুটবলারদের সই করাতে অসুবিধা নেই।

নির্বাসন ওঠা নিয়ে মহামেডান কার্যকরী সভাপতি কামরুদ্দিন বলেন, "আমাদের জন্য ভালো খবর। ফ্রাঙ্কার অভিযোগের জন্য আরও দুটো উইন্ডো ব্যান আসবে ঠিকই তার আগে আমরা সব ভারতীয় ফুটবলারদের সই করিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত ২১ জন ফুটবলারকে রেজিস্ট্রেশান করানোর কাজ শুরু করে দিয়েছি। তারপর দেখা যাক কী হয়।" উল্লেখ্য, বর্তমানে মহামেডানের বেহাল দশা। ঘরোয়া লিগে খুবই খারাপ পরিস্থিতির সামনে পড়তে হয়েছিল মহামেডানকে। অবনমনের আশঙ্কা থেকে তারা বেরিয়ে এসেছে একেবারে শেষ মুহূর্তে। জট রয়েছে ইনভেস্টর নিয়েও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি মহামেডানের বিদেশি ফুটবলার ফ্যাঙ্কার অভিযোগটি সরাসরি ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠিয়েছিল।
  • এই মুহূর্তে যে সব ফুটবলার এবং কোচ অভিযোগ জানিয়েছিলেন, তাদের বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে ক্লাবের তরফ থেকে।
  • , বর্তমানে মহামেডানের বেহাল দশা। ঘরোয়া লিগে খুবই খারাপ পরিস্থিতির সামনে পড়তে হয়েছিল মহামেডানকে।
Advertisement