shono
Advertisement
FIFA Club World Cup

ক্লাব বিশ্বকাপে সহজ জয় রিয়াল মাদ্রিদ-ডর্টমুন্ডের, চূড়ান্ত কোয়ার্টার ফাইনালের সূচি

শেষ আটে কোন দল কার মুখোমুখি হবে?
Published By: Arpan DasPosted: 09:37 AM Jul 02, 2025Updated: 09:37 AM Jul 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় জয় পেল রিয়াল মাদ্রিদ। গঞ্জালো র‍্যামোসের গোলে ১-০ ব্যবধানে তারা হারায় জুভেন্টাসকে। অন্যদিকে দাপট রেখে ২-১ ব্যবধানে জয় পেল জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডও। শেষ আটে মুখোমুখি হবে দুই দল। সেই সঙ্গে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত হয়ে গেল।

Advertisement

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু থেকেই কর্তৃত্ব ছিল লস ব্ল্যাঙ্কোসদের। ভিনিসিয়াস-ভালভার্দেদের একের পর এক আক্রমণে নাভিশ্বাস ওঠে ইটালির ক্লাবের রক্ষণে। তবে গোল পাওয়ার জন্য অপেক্ষা করতে হল ৫৪ মিনিট পর্যন্ত। হেড থেকে গোল করেন রিয়ালের তরুণ প্রতিভা গঞ্জালো র‍্যামোস। ইতিমধ্যেই যাঁর সঙ্গে তুলনা করা হচ্ছে রিয়াল ও স্পেনের কিংবদন্তি রাউল গঞ্জালেসের সঙ্গে। তবে তাঁর গোলের নেপথ্যে সবচেয়ে বড় অবদান ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের দুরন্ত ক্রসের। শেষ পর্যন্ত ১-০ গোলে জেতে জাবি আলোন্সোর দল। জুভেন্টাসের গোলকিপার ডি গ্রেগরিও দুর্ভেদ্য প্রহরী না হয়ে উঠলে ব্যবধান আরও বাড়ত।

অন্যদিকে মেক্সিকোর ক্লাব মন্তেরের বিরুদ্ধে সহজেই জিতল বরুসিয়া ডর্টমুন্ড। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় জার্মানির ক্লাব। দুটো গোলই করেন গুরেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে মন্তেরের হয়ে ব্যবধান কমান বার্তেরামে। তবে সেটা যথেষ্ট ছিল না সার্জিও র‍্যামোসের নতুন দলের জন্য। কোয়ার্টার ফাইনালে রিয়ালের মুখোমুখি ডর্টমুন্ড।

চূড়ান্ত হয়ে গেল ক্লাব বিশ্বকাপের শেষ আটের বাকি ম্যাচগুলোও। একনজরে সূচি-
ফ্লুমিনিজে বনাম আল হিলাল, ৫ জুলাই (রাত ১২:৩০)
পালমেইরাস বনাম চেলসি, ৫ জুলাই (ভোর ৬:৩০)
প্যারিস সাঁ জাঁ বনাম বায়ার্ন মিউনিখ, ৫ জুলাই (রাত ৯:৩০)
রিয়াল মাদ্রিদ বনাম বরুসিয়া ডর্টমুন্ড, ৬ জুলাই (রাত ১২:৩০)

সব ম্যাচ ভারতীয় সময়ে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় জয় পেল রিয়াল মাদ্রিদ। গঞ্জালো র‍্যামোসের গোলে ১-০ ব্যবধানে তারা হারায় জুভেন্টাসকে।
  • অন্যদিকে দাপট রেখে ২-১ ব্যবধানে জয় পেল জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডও।
  • শেষ আটে মুখোমুখি হবে দুই দল। সেই সঙ্গে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত হয়ে গেল।
Advertisement