shono
Advertisement

Breaking News

Ansumana Kromah

আচমকাই প্রয়াত ক্রোমার স্ত্রী বঙ্গকন্যা পূজা, সোশাল মিডিয়ায় নিজেই দুঃসংবাদ জানালেন ফুটবলার

২০১৯ সালে বঙ্গকন্যা পূজার সঙ্গে বিয়ে হয় ক্রোমার।
Published By: Arpan DasPosted: 10:18 AM Oct 15, 2025Updated: 03:35 PM Oct 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই প্রয়াত ফুটবলার আনসুমানা ক্রোমার স্ত্রী পূজা দত্ত। বুধবার সকালে স্ত্রীর বিয়োগ সংবাদ সোশাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন লাইবেরিয়ার ফুটবলার। ২০১৯ সালে বঙ্গকন্যা পূজার সঙ্গে বিয়ে হয় ক্রোমার। বিয়ের পর পূজার নাম হয় সাদিয়া। দু'জনের দুটি ছোট সন্তানও আছে। পূজার বিয়োগ সংবাদে শোকাহত ময়দানের ফুটবল ভক্তরা। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে পূজার। 

Advertisement

ক্রোমা ও পূজার বড় মেয়ের বয়স ৫ বছর। দ্বিতীয় সন্তানের বয়স মাত্র ২ মাস। গতমাসেই পূজার জন্মদিন ছিল। সেদিন আবেগঘন পোস্টও করেছিলেন লাইবেরিয়ার ফুটবলার। কিন্তু মাস ঘুরতেই এরকম দুঃসংবাদ অপেক্ষা করে ছিল তা কে জানত? সোশাল মিডিয়ায় ক্রোমা লিখেছেন, 'তুমি আমাদের বড্ড তাড়াতাড়ি ছেড়ে গেলে সাদিয়া। আমার মন কষ্টে ভেঙে পড়ছে। আমাদের ৫ বছর ও ২ মাসের সন্তানদের কীভাবে বলব, তাদের মা আর নেই। আমার স্ত্রী আল্লাহর কাছে ফিরে গিয়েছে, যেখানে একদিন সবাইকে ফিরতে হবে।'

২০২৪-র জুলাই মাসে আচমকা ব্রেনস্টোকে আক্রান্ত হয়েছিলেন ক্রোমা নিজেই। স্ট্রোকের ধাক্কায় ডান পাশ অসাড় হয়ে গেলেও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। সেই সময় দিনরাত পাশে ছিলেন পূজা। মৃত্যুমুখ থেকে ফিরে এসেছিলেন ক্রোমা। কিন্তু নিয়তির পরিহাসে চলে গেলেন পূজা। দুজনের পরিচয় ফেসবুকে। সেখান থেকে প্রেম। কলকাতা ময়দান একসময় সরগরম ছিল দুজনের প্রেমকাহিনি নিয়ে। ক্রোমা একবার বলেছিলেন, তাঁর জীবনে পূজা আসার পরই মোহনবাগানে খেলার প্রস্তাব পান।

কলকাতার ফুটবলে পরিচিত মুখ ক্রোমা। মোহনবাগান-ইস্টবেঙ্গলের জার্সি চাপিয়ে খেলেছেন অতীতে। চার্চিল ব্রাদার্সেও খেলেছেন তিনি। গত মরশুমে আই লিগের ক্লাব নেরোকার হয়ে খেলেন তিনি। কলকাতা লিগেও চুটিয়ে খেলেছেন ক্রোমা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আচমকাই প্রয়াত ফুটবলার আনসুমানা ক্রোমার স্ত্রী পূজা দত্ত।
  • বুধবার সকালে স্ত্রীর বিয়োগ সংবাদ সোশাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন লাইবেরিয়ার ফুটবলার।
  • ২০১৯ সালে বঙ্গকন্যা পূজার সঙ্গে বিয়ে হয় ক্রোমার। বিয়ের পর পূজার নাম হয় সাদিয়া।
Advertisement