shono
Advertisement

Breaking News

Kolo Muani

মাঝরাস্তায় আচমকা গাড়ির চাকায় দাউদাউ আগুন, দুর্ঘটনার কবলে এমবাপের সতীর্থ

গত বছর মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা কেড়ে নিয়েছিল পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোটার প্রাণ। সেই আতঙ্ক আবারও ফিরে এল ফুটবলদুনিয়ায়।
Published By: Anwesha AdhikaryPosted: 02:31 PM Jan 28, 2026Updated: 02:31 PM Jan 28, 2026

গত বছর মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা কেড়ে নিয়েছিল পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোটার প্রাণ। সেই আতঙ্ক আবারও ফিরে এল ফুটবলদুনিয়ায়। গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন ফ্রান্সের জাতীয় দলের তারকা কোলো মুয়ানি। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে বিমানবন্দরে যাচ্ছিলেন তিনি। সেসময়েই দুর্ঘটনায় পড়ে মুয়ানির গাড়ি। সঙ্গে ছিলেন সতীর্থ উইলসন ওডোবার্ট।

Advertisement

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নামবেন টটেনহ্যাম হটস্পার। প্রতিপক্ষ আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্ট। দলের অন্যান্যদের সঙ্গে যোগ দিতে যাচ্ছিলেন মুয়ানি। বিলাসবহুল ফেরারি গাড়ি নিজেই চালাচ্ছিলেন তিনি। সেসময়েই আচমকা দুর্ঘটনা। গাড়ির সামনের চাকায় আগুন ধরে যায়। একটা বড় অংশ পুড়ে যায়। তবে বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি। গাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন ফরাসি তারকা। সতীর্থ ইলসন ওডোবার্টও সুরক্ষিত আছেন। তাঁর সাহায্যেই দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে বেরিয়ে আসেন মুয়ানি। উল্লেখ্য, স্পারসের জার্সিতে বেশ ভালো পারফর্ম করছেন

দুর্ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন টটেনহ্যাম কোচ টমাস ফ্র্যাঙ্ক। তিনি জানান, "একটা ছোট দুর্ঘটনা ঘটেছে। দুর্ভাগ্য়বশত আমাদের দুই ফুটবলার ছিলেন সেখানে। তবে এখন সকলেই সুস্থ রয়েছেন। দুর্ঘটনার জন্য ওদের পৌঁছতে দেরি হবে। ওদের সঙ্গে আমার এখনও কথা হয়নি। তবে ওরা সুস্থ রয়েছে। আশা করি বুধবারের ম্যাচে ওরা খেলতে পারবে।" টটেনহ্যামের তরফে জানানো হয়, দুই ফুটবলার এক গাড়িতে ছিলেন না। তবে মুয়ানির গাড়িতে আগুন দেখে সাহায্য করতে এগিয়ে আসেন উইলসন।

প্রসঙ্গত, গত বছর গোটা ফুটবলবিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল দিয়োগো জোটার মৃত্যু। দুর্ঘটনার দিন ভাই আন্দ্রে সিলভার সঙ্গে একটি সুপারকারে চেপে যাচ্ছিলেন দিয়োগো। চলাকালীন একটি গাড়িকে ওভারটেক করা চেষ্টা করেন তাঁরা। সেই সময়ে আচমকাই গাড়ির একটি চাকা ফেটে যায়। রাস্তা থেকে ছিটকে পড়ে যায় গাড়িটি, দাউদাউ করে আগুন ধরে গিয়ে গাড়িটি একেবারে চুরমার হয়ে যায়। উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠালে দিয়োগো এবং আন্দ্রেকে মৃত ঘোষণা করা হয়। তবে মুয়ানির সেই করুণ পরিণতি হয়নি, আশ্বস্ত ফুটবলপ্রেমীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement