সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিছনের দিকে এগিয়ে যাওয়া কিছুতেই থামাতে পারছে না ভারতীয় ফুটবল। সদ্যপ্রকাশিত ফিফা র্যাঙ্কিং অনুযায়ী, সাত ধাপ নেমে গিয়েছেন সুনীল ছেত্রীরা। গত আট বছরে এটাই ভারতের নিকৃষ্টতম র্যাঙ্কিং।
ভারতীয় দলের হাল ফেরাতে অবসর ভেঙে ফেরানো হয়েছিল সুনীল ছেত্রীকে। কিন্তু ভারতীয় ফুটবলের অন্ধকার কাটেনি। প্রায় দেড় বছর হয়ে গেল ভারতীয় দল সাফল্যের মুখ দেখে না। ইগর স্টিমাচ গিয়েছেন, এসেছেন মানোলো মার্কেজ। তাঁর বিদায়ের পর আবার হয়তো বিদেশি কাউকে কোচ করা হবে। কিন্তু ভারতীয় ফুটবলের হাল কবে ফিরবে, উত্তর নেই কারোওর কাছেই। তাই ফিফা র্যাঙ্কিংয়েও নিচের দিকে তলিয়ে যাচ্ছে ব্লু টাইগার্সরা।
বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র্যাঙ্কিং অনুযায়ী, সাত ধাপ নেমে গিয়েছে ভারত। ১২৬ থেকে নেমে সুনীলদের বর্তমান র্যাঙ্কিং ১৩৩। গত আট বছরে এটাই ভারতীয় ফুটবলের নিকৃষ্টতম র্যাঙ্কিং। ২০১৬-১৭ মরশুমে শেষবার ১৩০-এর নিচে নেমেছিল ভারতীয় ফুটবল। আবারও ফিরে এল সেই লজ্জার অতীত। ২১০টি দেশের মধ্যে ভারতের সংগ্রহে রয়েছে ১১১৩.২২ পয়েন্ট। পরিসংখ্যান বলছে, চলতি বছরে চারটি ম্যাচ খেলেছে ভারত। শুধু মলদ্বীপের বিরুদ্ধে জিতেছে টিম ইন্ডিয়া। বাকি একটি ম্যাচ ড্র এবং দু'টিতে হেরেছে ভারত। এশিয়ান কাপের মূলপর্বে খেলা নিয়েও সংশয় বাড়ছে।
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা রয়েছে ক্রমতালিকায় সকলের উপরে। দ্বিতীয় স্থানে স্পেন। তৃতীয় স্থানে ফ্রান্স। তারপরে ইংল্যান্ড, ব্রাজিলে, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি, ক্রোয়েশিয়া। এশীয় দেশগুলির মধ্যে সবচেয়ে আগে রয়েছে জাপান, ১৭ নম্বরে। একাধিক এশীয় দেশ বড়সড় উন্নতি করেছে ফিফা ক্রমতালিকায়। কিন্তু ভারত ক্রমেই আঁধারে তলিয়ে যাচ্ছে।
