shono
Advertisement
Kiyan Nassiri

আট বছরের প্রেমজীবনের শুভ পরিণয়, বিবাহবন্ধনে আবদ্ধ কিয়ান-মিহিরা

সোশাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন ফুটবল ভক্তরা।
Published By: Arpan DasPosted: 09:35 PM Jan 04, 2026Updated: 09:35 PM Jan 04, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু বছরের প্রেম। একসঙ্গে বছরের পর বছর পথচলা। ভালোমন্দ, সুখ-দুঃখ নিয়ে কাটিয়ে যাওয়া জীবনের এক-একটা অধ্যায়। সেই সব যেন পূর্ণতা পেল। প্রায় বছর আট আগে যে প্রেমজীবনের সূচনা, তা পরিণত হল বৈবাহিক সম্পর্কে। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মোহনবাগানের ফুটবলার কিয়ান নাসিরি ও তাঁর দীর্ঘদিনের প্রেমিকা মিহিরা সিং।

Advertisement

শনিবারই জানা যায় মাহিরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন কিয়ান নাসিরি৷ সেই কারণে মোহনবাগান অনুশীলনে উপস্থিত হতে পারেননি তারকা উইঙ্গার। রবিবার সন্ধ্যায় সাদা ব্লেজার ও সাদা গাউনে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন কিয়ান ও মাহিরা। তবে তাঁরা এখনও নিজেরা কোনও ছবি আপলোড করেননি। তবে সোশাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন সবুজ-মেরুন ভক্তরা।

ছবি সোশাল মিডিয়া থেকে সংগৃহীত

মনে করিয়ে দেওয়া যাক, কনিষ্ঠতম ফুটবলার হিসাবে ডার্বিতে হ্যাটট্রিকের নজির এখনও কিয়ান নাসিরির নামের পাশেই লেখা। জামশিদ নাসিরির পুত্র ২০২৪-এই মোহনবাগান ছেড়েছিলেন। তবে এই মরশুমে ফের সবুজ-মেরুন জার্সি গায়ে চাপান। তিন বছরের চুক্তিতে মোহনবাগানে সই করেছেন তিনি। তবে ফুটবল জীবনের সফরেও মিহিরা সর্বক্ষণের সঙ্গী। মোহনবাগান আইএসএল শিল্ড জেতার পর মাঠে একসঙ্গে উদযাপন করেছিলেন যুগলে। মোহনবাগানের ম্যাচ থাকলেই সাধারণত গ্যালারিতে হাজির থাকেন মিহিরা। এখানেই শেষ নয়। বিয়ের আগের দিনও দু'জনে সময় কাটিয়েছেন ফুটবল মাঠে। যে ভিডিও আপলোড করে ক্যাপশন দিয়েছিলেন, 'আমরা তো ফুটবল মাঠেই প্রেমে পড়া শুরু করেছিলাম।'

২০২৪ সালের মে মাসে মিহিরাকে প্রোপোজ করেছিলেন কিয়ান। পিছনে নীল সমুদ্রের হাতছানি। বালুকাময় সৈকতে হৃদয়ের ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন কিয়ান নাসিরি। দুরু দুরু বক্ষে হাঁটু মুড়ে প্রেমিকাকে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব। উত্তরে মিহিরার থেকে পান পৃথিবীর সহজতম ‘হ্যাঁ’। এবার শুভপরিণয়। সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেই মূলত পরিচিত মিহিরা। ফলোয়ার সংখ্যা নেহাত কম নয়। এবার ফুটবল মাঠের বাইরে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বহু বছরের প্রেম। একসঙ্গে বছরের পর বছর পথচলা।
  • ভালোমন্দ, সুখ-দুঃখ নিয়ে কাটিয়ে যাওয়া জীবনের এক-একটা অধ্যায়। সেই সব যেন পূর্ণতা পেল।
  • প্রায় বছর আট আগে যে প্রেমজীবনের সূচনা, তা পরিণত হল বৈবাহিক সম্পর্কে।
Advertisement