shono
Advertisement
Leo Messi

ইডেন গার্ডেন্স নয়, মেসি আসছেন যুবভারতীতে, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল আয়োজকদের

১৪ বছর পর ফের মেসি-মায়ার অপেক্ষায় যুবভারতী।
Published By: Subhajit MandalPosted: 11:40 AM Aug 31, 2025Updated: 11:56 AM Aug 31, 2025

স্টাফ রিপোর্টার: চোদ্দ বছর আগে যুবভারতী স্টেডিয়াম সাক্ষী থেকেছিল মেসি-মায়ার। দেশের জার্সিতে অধিনায়কত্বের সূচনাটা সেদিন ভারতীয় ফুটবলের রাজধানীতে করেছিলেন তিনি। অবশ্য তখনও বিশ্ব ফুটবলের অবিসংবাদিত মহানায়ক হয়ে ওঠেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। কয়েকটা ব্যালন ডি'অর জিতলেও সর্বকালের সেরার তালিকায় শীর্ষস্থানীয় হননি মেসি।

Advertisement

১৪ বছর পর ফের সেই যুবভারতীতে ফিরতে চলেছেন লিওনেল মেসি। এবার বিশ্বজয়ী হিসাবে, সর্বকালের অন্যতম সেরা হিসাবে। তবে এবার ম্যাচ খেলবেন না মেসি, যোগ দেবেন 'গোট কনসার্টে'। যে কনসার্ট আয়োজন করা হচ্ছে আর্জেন্টাইন মহাতারকার সম্মানে। প্রাথমিকভাবে অবশ্য এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। তবে শেষ পর্যন্ত তা হতে চলেছে এশিয়ার অন্যতম সেরা ফুটবল স্টেডিয়ামে। ১২ ডিসেম্বর রাতে শহরে চলে আসছেন মেসি। ১৩ ডিসেম্বর প্রথমে যাবেন যুবভারতীতে, 'গোট কনসার্টে' অংশ নিতে। সেখান থেকে যাবেন লেকটাউনে, নিজের মূর্তি উদ্বোধন করতে। তারপর আরও একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে আর্জেন্টাইন ম্যাজিশিয়ানের। কলকাতা ছাড়াও এবারের ভারত সফরে মুম্বই, দিল্লি এবং আমেদাবাদে কর্মসূচি রয়েছে মেসির। এমনকী তিনি দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও।

কিন্তু হঠাৎ কেন বদলে গেল 'গোট কনসার্টের' ভেনু? কেন ইডেনের বদলে যুবভারতীতে যাচ্ছেন মেসি? শোনা যাচ্ছে, লেকটাউনের সঙ্গে ইডেনের দূরত্বের জন্য এই বদল। আসলে মেসির থাকার কথা বাইপাস সংলগ্ন এক হোটেলে। সেখান থেকে লেকটাউন যাওয়ার পথেই রয়েছে যুবভারতী। সেখানে যদি পুরনো সূচি অনুযায়ী ইডেনে কনসার্ট হত, তবে অনেকটা পথ ঘুরতে হত মেসিকে। তাঁর পুরো ভ্রমণসূচির দায়িত্বপ্রাপ্তরা এতটা পথ ঘোরা নিয়ে আপত্তি জানান।

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আয়োজকরা কথা বলেছেন। তিনি সবুজ সংকেত দিতেই ইডেনের পরিবর্তে নতুন ভেনু হিসাবে যুবভারতী বেছে নেওয়া হয়। ফলে চোদ্দ বছর পর ফের মেসির দেখা পাবে যুবভারতী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চোদ্দ বছর আগে যুবভারতী স্টেডিয়াম সাক্ষী থেকেছিল মেসি-মায়ার।
  • দেশের জার্সিতে অধিনায়কত্বের সূচনাটা সেদিন ভারতীয় ফুটবলের রাজধানীতে করেছিলেন তিনি।
  • অবশ্য তখনও বিশ্ব ফুটবলের অবিসংবাদিত মহানায়ক হয়ে ওঠেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড।
Advertisement