স্টাফ রিপোর্টার: দীর্ঘ চার বছর পর ফের শুরু হতে চলেছে আইএফএ শিল্ড। তবে সেখানে দেখা যাবে না কলকাতার সব প্রধানকে। কারণ শুক্রবার আইএফএ-কে চিঠি দিয়ে সরকারিভাবে মহামেডান স্পোর্টিং জানিয়ে দিয়েছে, প্রতিযোগিতায় নাম দেবে না তারা।
কলকাতার ক্লাবগুলির মধ্যে সিনিয়র পর্যায়ে শেষবার আইএফএ শিল্ড জিতেছে মহামেডানই, ২০১৪ সালে। তবে এবার তারা শিল্ড খেলতে পারবে না বলে চিঠি দিয়েছে আইএফএ-কে। কেন খেলবে না তারা? মহামেডান জানিয়েছে, ৮ অক্টোবর থেকে শিল্ড শুরু হবে। সেখানে ১৪ অক্টোবর পর্যন্ত ফুটবলারদের ছুটি দিয়েছে তারা। এখন ফুটবলারদের ফিরিয়ে এনে শিল্ডের জন্য অনুশীলন শুরু সম্ভব নয়। তাই শিল্ড খেলবে না তারা। এক সাদা-কালো কর্তার কথায়, "আমরা তো ফুটবলারদের ছুটি দিয়েছি। সবাইকে বলা হয়েছে ১৪ অক্টোবর রিপোর্ট করতে। সেইমতো বিমানের টিকিটও দেওয়া হয়েছে। এখন ওদের ডেকে পাঠানো সম্ভব নয়। তাছাড়া সবার বেতনও বকেয়া আছে। ফলে আমরা ফুটবলারদের চাপও দিতে পারব না শিল্ড খেলার জন্য। তা হলে ওরা আবার ফিফায় চলে যেতে পারে।"
মহামেডানের চিঠির কথা স্বীকার করে নিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি বলেন, "ওরা খেলবে না বলে জানিয়েছে। আমরা অন্য কয়েকটা ক্লাবের সঙ্গে কথা বলছি।" এর আগে ডায়মন্ডহারবার এফসি শিল্ড না খেলার কথা জানিয়েছে। মোহনবাগান অবশ্য খেলা না খেলা নিয়ে এখনও কিছু জানায়নি। শুধুমাত্র ইস্টবেঙ্গল এবং গোকুলাম কেরালা শিল্ড খেলার সম্মতি দিয়েছে। প্রাথমিকভাবে ছয় ক্লাবকে দুই গ্রুপে ভাগ করে শিল্ড আয়োজনের ভাবনা ছিল আইএফএ-র। তবে ক্লাবের সংখ্যা কমলে বদল করা হবে প্রতিযোগিতার ফরম্যাটে।
