দুলাল দে: ডুরান্ড কাপের ডার্বি কবে? প্রতীক্ষায় ছিলেন ফুটবলভক্তরা। মাঝখানে শোনা যাচ্ছিল ১৭ আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে পারে মোহনবাগান-ইস্টবেঙ্গল। কিন্তু সেটা হচ্ছে না। এখনও পর্যন্ত যা খবর, তাতে ১৭ আগস্ট ডুরান্ড কাপের ডার্বি হচ্ছে না।
গ্রুপ এ থেকে ৩ ম্যাচের তিনটিতেই জিতে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। গ্রুপ বি থেকে মোহনবাগানও অপরাজিত থেকে পরের রাউন্ডে উঠেছে। দুই প্রধান এক গ্রুপে থাকলে মরশুমের শুরুতে আরও একটি ডার্বি দেখতে পারতেন ফুটবলপ্রেমীরা। সেই স্বপ্নপূরণ হয়নি। সেক্ষেত্রে কি কোয়ার্টার ফাইনালে ডার্বি হবে?
ডুরান্ড কাপে ৬টি গ্রুপ রয়েছে। প্রতি গ্রুপের শীর্ষে থাকা দল তো বটেই, পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট থাকা আরও দুটি দল কোয়ার্টারে যাবে। মোহন-ইস্ট ছাড়াও যেমন ডায়মন্ড হারবারও যোগ্যতা অর্জন করেছে। কিন্তু দুই প্রধানই গ্রুপ শীর্ষে থেকে লিগ টেবিল শেষ করায় এমনিতেও তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম ছিল। তবে মাঝে শোনা যাচ্ছিল, কোয়ার্টার ফাইনালের জন্য আলাদা করে লটারি হতে পারে। সেক্ষেত্রে ১৭ আগস্ট ডার্বি রাখা হতে পারত। যদিও সেরকম কোনও সম্ভাবনা নেই। ফলে ১৭ আগস্ট ডার্বি হচ্ছে না।
গ্রুপ এ'তে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে ৫-০ গোলে জিতেছিল সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল এরপর ১-০ গোলে হারায় নামধারীকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৬-১ গোলে এয়ারফোর্সকে ৬-১ গোলে হারায় লাল-হলুদ। অন্যদিকে মহামেডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু করে মোহনবাগান। তার পরের ম্যাচে বিএসএফ'কে হারায় ৪-০ গোলে। আর শেষ ম্যাচে ডায়মন্ড হারবারকে ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নেয় মোলিনার দল।
