shono
Advertisement
Mohun bagan

সামনে জর্জ টেলিগ্রাফ, আজ জয়ের হ্যাটট্রিকের খোঁজে মোহনবাগান

দলের প্র্যাকটিসে হাজির হয়েছেন দীপেন্দু বিশ্বাস ও কিয়ান নাসিরি।
Published By: Anwesha AdhikaryPosted: 12:38 PM Jul 11, 2025Updated: 12:38 PM Jul 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে নিজেদের প্রথম ম্যাচে হারের ধাক্কা এখন অতীত সবুজ-মেরুন শিবিরে। বরং শেষ দু'ম্যাচে পাওয়া জয়ই আত্মবিশ্বাসী করছে মোহনবাগানকে। সেই আত্মবিশ্বাসে ভর করেই শুক্রবার জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে জয়ের ধারা অব্যহত রাখার লক্ষ্যে নামছেন ডেগি কর্ডোজোর ছাত্ররা। অন্যদিকে নৈহাটিতে প্রতিপক্ষের থেকে পয়েন্ট কাড়াই লক্ষ্য জর্জ কোচ সায়ন্তন দাস রায়ের।

Advertisement

প্রথম ম্যাচে পুলিশ এসি-র কাছে হারের পর প্রশ্ন উঠেছিল মোহনবাগানের দল নিয়ে। তবে পরের দু'ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন এবং রেলওয়ে এফসি-র বিরুদ্ধে জিতে সেসব প্রশ্নের জবাব অনেকটাই দিয়ে দিয়েছেন সন্দীপ মালিক, মার্শাল কিস্কুরা। বিশেষত অধিনায়ক সন্দীপ রয়েছেন দুরন্ত ফর্মে। পরপর দু'ম্যাচে দলের প্রথম গোলটা এসেছে তাঁর পা থেকেই। জর্জের বিরুদ্ধেও তিনি বড় ভরসা কোচ ডেগির। তবে এই ম্যাচে জোড়া বদল করতে হবে মোহনবাগান কোচকে। শেষ ম্যাচে লাল কার্ড দেখেছেন ফরোয়ার্ড সালাউদ্দিন আদনান। তাঁর পরিবর্তে জর্জ ম্যাচে শুরু থেকে খেলতে পারেন শিবম মুণ্ডা। রেলের বিরুদ্ধে দর্শনীয় গোল করেছিলেন তিনি। পাশাপাশি পায়ের পেশিতে চোট রয়েছে মিডফিল্ডার মিংমা শেরপার। তাঁর জায়গায় গুরনাজ সিং গ্রেওয়ালের শুরু করার সম্ভাবনাই বেশি। কোচিং কোর্সের জন্য শেষ ম্যাচ না থাকলেও শুক্রবার ডাগআউটে থাকবেন ডেগি।

তবে জর্জ ম্যাচের প্রস্তুতির মধ্যেই ডার্বির চোরাস্রোত রয়েছে সবুজ-মেরুন শিবিরে। তারই অঙ্গ হিসাবে দলের প্র্যাকটিসে হাজির হয়েছেন দীপেন্দু বিশ্বাস ও কিয়ান নাসিরি। তাঁরা যদিও জর্জ ম্যাচে খেলবেন না। শনিবার থেকে নামতে পারেন সুহেল ভাট, গ্লেন মার্টিন্সরা। কোচ ডেগি অবশ্য বলছেন, "আপাতত একটা করে ম্যাচ নিয়ে ভাবছি। এখন শুধু কালকের ম্যাচ নিয়ে পরিকল্পনা সাজাতে চাই। ১৬ তারিখের ম্যাচের পর ডার্বি নিয়ে ভাবনাচিন্তা শুরু করব।" জর্জ কোচ সায়ন্তন আবার এই ম্যাচে একটা পয়েন্ট পেলেও খুশি হবেন। "আমরা শেষ দু'টো ম্যাচ হেরেছি। ফলে একটু চাপ তো আছেই। সেখানে মোহনবাগান বড় দল। ওদের সমীহ করতেই হবে। তবে আমরা প্রতিপক্ষকে ভয় পাচ্ছি না," বলে দিয়েছেন তিনি।

আজ কলকাতা লিগে জর্জ
টেলিগ্রাফ বনাম মোহনবাগান
নৈহাটি স্টেডিয়াম, দুপুর ৩.০০
সরাসরি এসএসইএন অ্যাপে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথম ম্যাচে পুলিশ এসি-র কাছে হারের পর প্রশ্ন উঠেছিল মোহনবাগানের দল নিয়ে।
  • জর্জ ম্যাচে শুরু থেকে খেলতে পারেন শিবম মুণ্ডা। রেলের বিরুদ্ধে দর্শনীয় গোল করেছিলেন তিনি।
  • জর্জ ম্যাচের প্রস্তুতির মধ্যেই ডার্বির চোরাস্রোত রয়েছে সবুজ-মেরুন শিবিরে।
Advertisement