shono
Advertisement
Sandesh Jhingan

সফল অস্ত্রোপচার সন্দেশের, প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস ফেডারেশনের

অস্ত্রোপচারের পর সোশাল মিডিয়ায় পোস্ট করেন ভারতীয় দলের এই ডিফেন্ডার।
Published By: Prasenjit DuttaPosted: 04:32 PM Sep 05, 2025Updated: 04:38 PM Sep 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ায় গালের সফল অস্ত্রোপচার সন্দেশ জিঙ্ঘানের। শুক্রবার এক বিবৃতিতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, সন্দেশের সুস্থতার জন্য সমস্ত রকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এফসি গোয়ার সিইও রবি পুষ্করও অভিজ্ঞ এই সেন্টার ব্যাকের সার্জারির খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, "বৃহস্পতিবার সন্দেশের অস্ত্রোপচার হয়েছে।" 

Advertisement

ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, 'সন্দেশ সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা এবং প্রয়োজনীয় সকল সাহায্য যাতে পায়, তার জন্য এআইএফএফ এবং এফসি গোয়া একসঙ্গে কাজ করছে। তাঁর প্রতি পূর্ণ সমর্থনও রয়েছে আমাদের। জাতীয় দায়িত্ব পালনের সময় গালের হাড় ভেঙেছিলেন তিনি। এখন গোয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে রয়েছেন। তাঁর সুস্থতার দিকে নজর রাখা হচ্ছে।' উল্লেখ্য, তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচজয়ী গোল দিয়ে কাফা নেশনস কাপ শুরু করেছিলেন তিনি। যদিও চোট পেয়ে তাঁকে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'জাতীয় দায়িত্ব পালনের সময় যখনই কোনও খেলোয়াড় চোট পায়, তখন তাদের পাশে থাকে এআইএফএফ। তাঁকে সমস্ত রকম সহায়তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সন্দেশকে দ্রুত মাঠে ফিরে আসতে সাহায্য করার জন্য এফসি গোয়ার সঙ্গে আমাদের সম্মিলিত প্রচেষ্টা জারি থাকবে। এ ব্যাপারে বোঝাপড়ার জন্য এফসি গোয়াকে ধন্যবাদ।' অস্ত্রোপচারের পর এআইএফএফ এবং এফসি গোয়াকে ধন্যবাদও জানিয়েছেন সন্দেশ। ইনস্টাগ্রামে তিনি লেখেন, 'ঈশ্বরের কৃপায় এবং ভারতীয় ফুটবল ফেডারেশন এবং এফসি গোয়ার সাহায্যে অস্ত্রোপচার ভালোভাবে সম্পন্ন হয়েছে। এখন সেরে ওঠার প্রক্রিয়া শুরু। স্পষ্ট করে দিতে চাই, পুরো ম্যাচ খেলার সিদ্ধান্ত আমারই ছিল।"

উল্লেখ্য, সোমবার ইরানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোয়ালে চোট পান সন্দেশ। চোট নিয়েই পুরো ম্যাচ খেলেন তিনি। ভারতীয় শিবির সূত্রে খবর, ম্যাচের পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্ক্যানের পর দেখা যায়, সন্দেশের চোয়াল ভেঙে গিয়েছে। তাঁর ছিটকে যাওয়া ভারতের কাছে বিরাট ধাক্কা। কাফা নেশনস কাপের আফগানিস্তানের সঙ্গে ড্র করায় তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে ভারত খেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু ইরান-তাজিকিস্তান ম্যাচ ড্র হতেই ভারত কোয়ালিফাই করল পরের রাউন্ডে। ‘ব্লু টাইগার্স’রা খেলবে তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে। সেই ম্যাচেও সন্দেশের অভাব ঢেকে রাখা চ্যালেঞ্জ ভারতীয় দলের কোচ খালিদ জামিলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গোয়ায় গালের সফল অস্ত্রোপচার সন্দেশ জিঙ্ঘানের।
  • শুক্রবার এক বিবৃতিতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, সন্দেশের সুস্থতার জন্য সমস্ত রকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
  • এফসি গোয়ার সিইও রবি পুষ্করও অভিজ্ঞ এই সেন্টার ব্যাকের সার্জারির খবর নিশ্চিত করেছেন।
Advertisement