shono
Advertisement
Mohun Bagan

মোহনবাগান নিয়ে আবেগই আলাদা, লখনউয়ের জন্য কই? আক্ষেপ সঞ্জীব গোয়েঙ্কার

সময় লাগলেও লখনউ সুপার জায়ান্টসে এই উন্মাদনার খোঁজ করছেন সঞ্জীব গোয়েঙ্কা।
Published By: Arpan DasPosted: 05:04 PM Dec 12, 2024Updated: 05:11 PM Dec 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার আকাশে-বাতাসে ফুটবলের মাদকতা। আবেগের একপ্রান্তে আছে মোহনবাগানের জন্য সবুজ-মেরুন ভালোবাসা। স্টেডিয়ামে ঢল নামে সমর্থকদের। অবিরাম প্রার্থনা চলে জয়ের জন্য। সঞ্জীব গোয়েঙ্কা যথেষ্ট পরিচিত আবেগের এই বিস্ফোরণের সঙ্গে। কিন্তু তাঁর আক্ষেপ, আইপিএলে লখনউ সুপার জায়ান্টসকে নিয়ে সেই আবেগের দেখা এখনও পাননি তিনি।

Advertisement

সম্প্রতি ইউটিউবে একটি পডকাস্টে উপস্থিত হয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সেখানে উঠে আসে এলএসজি-র প্রসঙ্গ। সম্প্রতি তাঁকে আইপিএলের দলের জন্য নিলাম টেবিলে দেখা গিয়েছিল। এবার প্রশ্নোত্তরের টেবিলে সম্মুখীন হন লখনউয়ের জনপ্রিয়তা নিয়ে। তাঁর উত্তরেই তিনি নিয়ে আসেন মোহনবাগানের কথা।

তিনি বলেন, "পাঁচ বছর লাগুক বা ছয় বছর, ২৬ কোটি লোক যদি লখনউয়ের সঙ্গে জুড়ে যান, তাহলে এই আবেগটা অন্য জায়গায় চলে যাবে। আমি যখন ফুটবলের দিকে তাকাই, তখন দেখি মোহনবাগান খেললে সল্টলেক স্টেডিয়ামে ৮০ হাজার লোক একত্রিত হয়। 'মোহনবাগান, মোহনবাগান' বলে স্লোগান ওঠে। তাতে প্লেয়াররা নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে। দৌড়ে যেন একটু বেশি গতি আসে। এই সমর্থনটাই লখনউয়ে চাই। কিন্তু তার জন্য এত সংখ্যক লোককে এক জায়গায় আনতে হবে।"

তবে এটাও ঠিক যে লখনউ সুপার জায়ান্টসের বয়স মাত্র ৩ বছর। মোহনবাগান ক্লাব তার থেকে ১৩২ বছরের বড়। ভারত তো বটেই, এশিয়ার অন্যতম প্রাচীন ক্লাব। সাফল্য-ব্যর্থতায় বহু কঠিন পথ পার করে এসেছে। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে গিয়েছে সমর্থনের ব্যাটন। দেশ-বিদেশে ছড়িয়ে আছে কোটি-কোটি ভক্ত। আবেগের জন্ম তো সেখানেই। অন্যদিকে আইপিএল নিয়ে ভারতে যে বিরাট উন্মাদনা আছে, তা চোখের সামনে স্পষ্ট। কেকেআর, সিএসকে, মুম্বই ইন্ডিয়ান্স বা আরসিবি-র প্রচুর সমর্থক রয়েছেন। সেই ফ্র্যাঞ্চাইজিগুলোও ১৮ বছরের পুরনো। লখনউয়ের সামনেও সেক্ষেত্রে অনেকটা সুযোগ থাকছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি ইউটিউবে একটি পডকাস্টে অনুষ্ঠানে গিয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
  • সেখানে উঠে আসে এলএসজি-র প্রসঙ্গ। সম্প্রতি তাঁকে আইপিএলের দলের জন্য নিলাম টেবিলে দেখা গিয়েছিল।
  • এবার প্রশ্নোত্তরের টেবিলে প্রশ্নের সম্মুখীন হন লখনউয়ের জনসমর্থন নিয়ে। তাঁর উত্তরেই তিনি নিয়ে আসেন মোহনবাগানের কথা।
Advertisement