shono
Advertisement
Sergio Busquets

২০ বছরের বর্ণময় কেরিয়ারের সমাপ্তি, মরশুম শেষেই ফুটবলকে বিদায় মেসির সতীর্থের

বার্সেলোনার সাফল্যের অন্যতম কারিগর ছিলেন এই তারকা।
Published By: Arpan DasPosted: 05:23 PM Sep 26, 2025Updated: 05:23 PM Sep 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরশুম শেষেই ফুটবলকে বিদায় জানাবেন সার্জিও বুস্কেটস। স্প্যানিশ মিডফিল্ডার ২০ বছরের দীর্ঘ কেরিয়ারে সব ট্রফিই জিতেছেন। ২০২২-এ আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ান। ক্লাবজীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন বার্সেলোনায়। ২০২৩-এ চলে আসেন ইন্টার মায়ামিতে। এই মরশুম শেষেই অবসর নেবেন লিওনেল মেসির সতীর্থ।

Advertisement

বুস্কেটসের বাবা ছিলেন বার্সেলোনার গোলকিপার। সেখানেই ছোটবেলা থেকে প্রশিক্ষণ শুরু। ২০০৮ সালে মূল দলে সুযোগ পান। তারপর আর ফিরে থাকাতে হয়নি। জাভি-ইনিয়েস্তার জুটি থেকে দীর্ঘদিন ক্লাব ফুটবলকে শাসন করেছেন। বলা যায়, বার্সেলোনার সোনালি প্রজন্মের অন্যতম কারিগর ছিলেন বুস্কেটস। লা লিগা জিতেছেন ১০বার। তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপও তিনবার করে জিতেছেন। ইন্টার মায়ামির জার্সিতেও সাপোটার্স শিল্ড ও লিগস কাপ পেয়েছেন।

বিদায়বার্তায় বুস্কেটস লিখেছেন, 'সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ। ফুটবলের থেকে যা পেয়েছি কৃতজ্ঞ। আমার সুন্দর গল্পে আজীবন সমর্থকরা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকবে।' তিনি আরও জানিয়েছেন, 'বার্সেলোনা ক্লাব আমার জীবন। সেখানে আমি আমার ছোটবেলার স্বপ্নপূরণ করতে পেরেছি। ক্যাম্প ন্যুতে আমি বহু অসাধারণ মুহূর্ত উদযাপন করেছি। সেই মুহূর্তগুলো কখনই ভুলব না। ইন্টার মায়ামিকেও ধন্যবাদ। তাদের সফরে আমাকে অংশীদার করার জন্য।'

বার্সেলোনার হয়ে ৪৮১ ম্যাচে ১১টি গোল আছে বুস্কেটসের। অন্যদিকে ইন্টার মায়ামিতে ৬৯ ম্যাচে করেছেন মাত্র ১টি গোল। তবে বুস্কেটসের সাফল্য শুধুমাত্র গোলের হিসেবে দেখলে ভুল হবে। মাঝমাঠ দখল করার ক্ষমতা, নিখুঁত পাসিং কিংবা চাপ সামলানোর দক্ষতা তাঁকে অনন্য করে তুলেছিল। আমেরিকাতেও তার ব্যতিক্রম হয়নি। তবে সেসব আর কিছুদিনের জন্য। মরশুম শেষেই ফুটবলকে বিদায় জানাবেন বুস্কেটস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মরশুম শেষেই ফুটবলকে বিদায় জানাবেন সার্জিও বুস্কেটস।
  • স্প্যানিশ মিডফিল্ডার ২০ বছরের দীর্ঘ কেরিয়ারে সব ট্রফিই জিতেছেন।
  • ২০২২-এ আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ান। ক্লাবজীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন বার্সেলোনায়।
Advertisement