shono
Advertisement
Durand Cup

আইএসএল সংকটের মধ্যেই ডামাডোল ডুরান্ডে! খেলতে নারাজ দেশের সেরা লিগের ছয় দল

সূচি চূড়ান্ত না হওয়ায় জয় গুপ্তাকে সই করাতে চাইছেন না ইস্টবেঙ্গল কর্তারা।
Published By: Arpan DasPosted: 02:22 PM Jun 23, 2025Updated: 05:08 PM Jun 23, 2025

স্টাফ রিপোর্টার: ডুরান্ড কাপ খেলতে ছয় আইএসএল ক্লাব আগ্রহী নয়। আইএসএল নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ছয় আইএসএল ক্লাব তাদের প্রাক মরশুম প্রস্তুতি বাতিল করে দিয়েছে। এখনও পর্যন্ত ডুরান্ড কাপের সূচিও প্রকাশ করতে পারেনি ডুরান্ড কমিটি। চেন্নাইয়িন এফসি, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স ও হায়দরাবাদ এফসির মতো ক্লাব প্রাক মরশুম প্রস্তুতি বাতিল করার পাশাপাশি ডুরান্ড (Durand Cup) খেলতেও আগ্রহী নয় বলে জানিয়ে দিয়েছে।

Advertisement

এখন আইএসএলের ভবিষ্যৎ নিয়ে কী হয় সেই ঘোষণার দিকে তাকিয়ে আছে ক্লাবগুলো। এমন পরিস্থিতিতে আগামী মরশুমের জন্য চূড়ান্ত হয়ে যাওয়া লেফট ব্যাক জয় গুপ্তাকেও এখনই সই করাচ্ছে না ইস্টবেঙ্গল। ভারতীয় ফুটবলের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার প্রকাশ হয়নি। আইএসএল কবে থেকে শুরু হবে তা জানা যায়নি। ভারতীয় ফুটবলের সূচি চূড়ান্ত না হওয়ার জন্য এখনই জয়কে সই করিয়ে নিতে চাইছেন না লাল-হলুদ কর্তারা। তবে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল। সূচি জানতে পারলেই জয়কে সই করিয়ে নেবেন তাঁরা।

উল্লেখ্য, আইএসএল বন্ধ হওয়ার জল্পনা চলছে ফুটবলমহলে। এই বছরের ডিসেম্বর মাসে শেষ হয়ে যাচ্ছে ফুটবল ফেডারেশনের সঙ্গে এফএসডিএলের চুক্তি। কিন্তু ডিসেম্বরের পরে কী হবে? চুক্তি বাড়বে না, শেষ হয়ে যাবে? সব কিছু ঠিক করার জন্য ফেডারেশন কর্তাদের সঙ্গে বেশ কয়েকটি মিটিং করেন এফএসডিএল কর্তারা। তারমধ্যে একটি মুম্বইয়ে। একটি হয়েছিল দিল্লিতে। কিন্তু তাতে জটিলতা মেটেনি। শেষ পর্যন্ত পরিস্থিতি কী দাঁড়ায়, সেদিকেই তাকিয়ে দেশের ফুটবলপ্রেমীরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডুরান্ড কাপ খেলতে ছয় আইএসএল ক্লাব আগ্রহী নয়।
  • আইএসএল নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ছয় আইএসএল ক্লাব তাদের প্রাক মরশুম প্রস্তুতি বাতিল করে দিয়েছে।
  • এখনও পর্যন্ত ডুরান্ড কাপের সূচিও প্রকাশ করতে পারেনি ডুরান্ড কমিটি।
Advertisement