সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান সচিব পদে মনোনয়ন পেশ করলেন সৃঞ্জয় বোস। এছাড়া মোট ২২টি পদের জন্য মনোনয়ন জমা করেন বিভিন্ন সদস্যরা। সোমবারই মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। এদিন বিকেল পাঁচটা নাগাদ সচিব পদে সৃঞ্জয় বোস (Srinjoy Bose) মনোনয়ন জমা করেন। সেখানে উপস্থিত ছিলেন দেবাশিস দত্ত, কুণাল ঘোষ প্রমুখ ব্যক্তিত্ব। মনোনয়ন জমা দেওয়ার পর ক্লাব চত্বরে একসঙ্গে ছবি তোলেন তাঁরা। মোহনবাগানের স্বার্থে দেবাশিস দত্তের শিবিরের সঙ্গে সমঝোতার সূত্রে সৃঞ্জয় বোস যে সচিব হতে চলেছেন তা নিশ্চিত।
এমনিতে মোহনবাগানের নির্বাচন ঘিরে সরগরম ময়দান। সাধারণ নির্বাচনের মতোই দু’পক্ষ সৃঞ্জয় বোস শিবির এবং দেবাশিস দত্ত শিবির ক্লাব সদস্যদের সঙ্গে নিয়মিত মিটিং করেছেন। মনোনয়ন দাখিলের শেষ দিনের আগে রবিবার দু’পক্ষই ব্যস্ত থেকেছেন নির্বাচনী প্রচারে। তবে ক্লাবের উন্নতির কথা বিবেচনা করে সৃঞ্জয় বোস এবং দেবাশিস দত্ত দু’জনেই মোহনবাগান নির্বাচনে সমঝোতার রাস্তা বেছে নিয়েছেন। আর এই সমঝোতায় ঠিক হয়েছে, ক্লাবের সচিব পদে ফের ফিরে আসছেন সৃঞ্জয় বোস। সভাপতি হবেন দেবাশিস দত্ত।
মোহনবাগান ক্লাবে সভাপতি পদে নির্বাচন হয় না। ফলে এদিন দেবাশিস দত্ত কোনও মনোনয়ন দাখিল করেননি। সৃঞ্জয় বোস সচিব হওয়ার পর তাঁর নেতৃত্বে কার্যকরী কমিটি গঠন হবে। সেখানে সভাপতি হিসেবে দেবাশিস দত্তকে মনোনীত করে নেবে নতুন কমিটি। এরকমটাই ঠিক হয়েছে। সঙ্গে সহ সভাপতিও বেছে নেবে নতুন কার্যকরী কমিটি।
ফলে এতদিন ধরে ক্লাবের নির্বাচন ঘিরে যে উত্তেজনার হাওয়া তৈরি হয়েছিল, সোমবার বিকেলে তার নিষ্পত্তি ঘটল। সৃঞ্জয় বোস সচিব হতে চলেছেন, তা ইতিমধ্যেই সদস্য-সমর্থকরা জেনে গিয়েছেন। সোমবার ৯ জুন মনোনয়ন দাখিলের শেষ দিন। যে মনোনয়ন পত্র জমা হবে, মঙ্গল এবং বুধবার সেগুলিই খতিয়ে দেখা হবে। নিয়ম অনুযায়ী, যদি এক পোস্টে একাধিক মনোনয়ন পেশ হয়, তাহলে ১২ এবং ১৩ জুন সময় রাখা হয়েছে। যদি কেউ মনোনয়ন প্রত্যাহার করে নেন, তার জন্য।
