shono
Advertisement
Mohun Bagan

ফের মোহনবাগানের সচিব সৃঞ্জয় বোস, আনুষ্ঠানিক ঘোষণা নির্বাচন কমিটির

আনুষ্ঠানিকভাবে ঘোষিত মোহনবাগানের কমিটির ২১ সদস্যের নাম।
Published By: Arpan DasPosted: 06:03 PM Jun 14, 2025Updated: 06:25 PM Jun 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে প্রতীক্ষিত আনুষ্ঠানিক ঘোষণা। আবার মোহনবাগানের সচিব হলেন সৃঞ্জয় বোস। শনিবার সন্ধ্যায় মোহনবাগান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় সচিব হিসেবে সৃঞ্জয় বোসের নাম ঘোষণা করেন। এছাড়াও আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় মোহনবাগানের কমিটির ২১ সদস্যের নাম।

Advertisement

গত ৯ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে সৃঞ্জয় বোসরা মনোনয়ন পেশ করেছিলেন। তিনি মনোনয়ন জমা দেওয়ার সময় দেবাশিস দত্ত, কুণাল ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল শুক্রবার। আগেই ঠিক ছিল, বিনা বাধায় মোহনবাগান সচিব নির্বাচিত হতে চলেছেন সৃঞ্জয় বোস। কারণ তিনি ছাড়া আর কেউ সচিব পদে মনোনয়ন দেননি। প্রথম দিকে দূরত্ব থাকলেও মোহনবাগানের উন্নতির স্বার্থে সৃঞ্জয় বোস-দেবাশিস দত্তরা একজোট হয়ে সমঝোতায় এসে প্যানেল জমা দিয়েছিলেন।

মোহনবাগানের নতুন সভাপতি হবেন দেবাশিস দত্ত। সৃঞ্জয় বোস সচিব হিসাবে দায়িত্ব নেওয়ার পর তাঁর নেতৃত্বে কার্যকরী কমিটি সভাপতি হিসাবে মনোনীত করবে দেবাশিস দত্তকে। প্রতিপক্ষ না থাকায় তাঁদের পুরো প্যানেলই জয়ী হিসাবে ক্ষমতায় এসেছে। এদিন মোহনবাগান তাঁবুতে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় মোট ১১জন কর্মকর্তা ও ১১ জন কার্যকরী সমিতির সদস্যের নাম ঘোষণা করেন। 

ছবি: নিজস্ব

মনোনয়ন জমা দেওয়ার পর দেবাশিস দত্তকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন সৃঞ্জয় বোস। সেখানে তিনি বলেছিলেন, "আমরা মোহনবাগানের সেরা একাদশ হয়ে সমর্থকদের চাহিদা পূরণ করব। এই দুটো কমিটি আগেও একসঙ্গে কাজ করেছে। এটা আমাদের কাছেও চ্যালেঞ্জ। আমাদের লক্ষ্য মোহনবাগান ক্লাবের ভালো। সেই জন্য আমরা একত্রিত হয়েছি। আমাদের নতুন যে কমিটি হবে, তা শ্রেষ্ঠ মোহনবাগান একাদশ হবে।” অবশেষে শুরু হল মোহনবাগানে সৃঞ্জয় বোসের নতুন সফর।

একনজরে মোহনবাগানের কমিটি

সচিব - সৃঞ্জয় বোস
সহ সচিব - সত্যজিৎ চট্টোপাধ্যায়
কোষাধ্যক্ষ - সন্দীপন বন্দ্যোপাধ্যায়
অর্থ সচিব - সুরজিৎ বসু
মাঠ সচিব - শাশ্বত বসু
ফুটবল সচিব - স্বপন বন্দ্যোপাধ্যায়
ক্রিকেট সচিব - সম্রাট ভৌমিক
হকি সচিব-শ্যামল মিত্র
অ্যাথলেটিক্স সচিব - পিন্টু বিশ্বাস
টেনিস সচিব - সিদ্ধার্থ রায়
যুব ফুটবল সচিব - শিল্টন পাল

কার্যকরী কমিটির সদস্য
মুকুল সিনহা, সোহিনী মিত্র চৌবে, সোমেশ্বর বাগুই, কাশীনাথ দাস, দেবপ্রসাদ মুখোপাধ্যায়, সুদীপ্ত ঘোষ, দেবজ্যোতি বসু, রঞ্জন বসু, পার্থজিৎ দাস, সঞ্জয় মজুমদার, অনুপম সাহু। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবশেষে প্রতীক্ষিত আনুষ্ঠানিক ঘোষণা। আবার মোহনবাগানের সচিব হলেন সৃঞ্জয় বোস।
  • শনিবার সন্ধ্যায় মোহনবাগান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় সচিব হিসেবে সৃঞ্জয় বোসের নাম ঘোষণা করেন।
  • এছাড়াও আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় মোহনবাগানের কমিটির ২১টি পদের সদস্যের নাম।
Advertisement