shono
Advertisement
Mohun Bagan

'নির্বাচনের আগে সমর্থকদের বিভ্রান্ত করার চেষ্টা', মোহনবাগানের বর্তমান সচিবের 'মিথ্যাচারে'র কড়া জবাব সৃঞ্জয়ের

'পরিবারে বিবাদ বাঁধাতে এলে পাপ ছাড়বে না', সাবধান করে দিচ্ছেন মোহনবাগানের প্রাক্তন সচিব।
Published By: Arpan DasPosted: 09:28 PM May 16, 2025Updated: 09:28 PM May 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান নির্বাচনের আগে প্রবল মিথ্যাচার সচিব দেবাশিস দত্তের। 'সংবাদ প্রতিদিন'-এর খবরের ভুল ব্যাখ্যা করে নির্বাচনে সভ্য-সমর্থকদের বিভ্রান্ত করছেন বর্তমান সচিব। এমনকী সংবাদ প্রতিদিনকে আইনি নোটিসও পাঠিয়েছেন তিনি। তীব্র ভাষায় বর্তমান সচিবের সেই মিথ্যাচারের প্রতিবাদ করেছেন প্রাক্তন সচিব তথা 'সংবাদ প্রতিদিন'-এর প্রধান সম্পাদক সৃঞ্জয় বোস। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে তিনি ধরিয়ে দিলেন কীভাবে বর্তমান সচিব সমর্থকদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

Advertisement

গত ১৫ মে, বাংলার একটি সংবাদপত্রে মোহনবাগানের নির্বাচনের সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের 'গৃহযুদ্ধ' নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে ১৬ মে, অর্থাৎ শুক্রবার 'সংবাদ প্রতিদিন'-এ পরিষ্কার লেখা হয়, এই 'গৃহযুদ্ধে'র দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। লেখা হয়েছে, 'তৃণমূল কংগ্রেস একটি আলাদা দল, তাঁদের অনেকেই মোহনবাগানে যুক্ত, আবার মোহনবাগানে অন্যান্য মতামতের ব‌্যক্তিরাও স্বাভাবিকভাবেই থাকেন। এই ভোটের সঙ্গে তৃণমূলের গৃহযুদ্ধের কোনও সম্পর্ক নেই। এই সময়ের একটি দৈনিক তাদের ইচ্ছাটি খবরের মোড়কে ভাসিয়ে দিতে চাইছে। এর সঙ্গে প্রত‌্যক্ষ রাজনীতির রসায়ন নেই। কোন নেতা কোন শিবিরের সভায় থাকলেন, তার থেকে তৃণমূলের দলীয় বিষয় সম্পূর্ণ আলাদা।'

কিন্তু শুক্রবার বিকেলে মোহনবাগান ক্লাবে বর্তমান সচিব নিশানা করেন শুধুমাত্র 'সংবাদ প্রতিদিন'কেই। এমনকী এই জন্য তিনি 'সংবাদ প্রতিদিন'কে আইনি নোটিসও পাঠিয়েছেন। তাঁর দাবি, উক্ত পত্রিকাই নাকি মোহনবাগানের নির্বাচন ঘিরে শাসক দলের দ্বন্দ্বের কথা বলছে। যা আদতে মিথ্যাচার। এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে সৃঞ্জয় বোস 'সংবাদ প্রতিদিন'-এর লেখাটি পাঠ করেন। তিনি বর্তমান সচিবকে পালটা দিয়ে বলেন, "উনি গুলিয়ে ফেলেছেন কোন বাংলা কাগজে কী বেরিয়েছে। অন্য সময় হলে হয়তো এই ভুল হত না। আসলে এখন তো নির্বাচনের চাপ রয়েছে, তাই জন্য হয়তো এই ভুল করে ফেলেছেন।"

তাঁর আরও বক্তব্য, "উনি যেভাবে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, তা মোটেই বাঞ্চনীয় নয়। এর আগেও তো 'সংবাদ প্রতিদিন'কে খবর করার জন্য অনুরোধ করা হয়েছে। আর আজ যখন তাঁর ভুল ধরা হচ্ছে, তখন সেই সংবাদ প্রতিদিন, সেই সৃঞ্জয় বোস আজ খারাপ হয়ে গেল? এটা তো হতে পারে না।" আরও একটি বিষয় তুলে ধরেছেন সৃঞ্জয় বোস। তিনি বলেন, "উনি ইচ্ছা করে আমার পরিবারের মধ্যে ঢুকতে চাইছেন। এই পাপ কিন্তু ওঁকে ছাড়বে না। আজ পত্রিকায় যে লেখাটি বেরিয়েছে, সেটা সম্পাদকমণ্ডলীর দায়িত্ব। এর সঙ্গে অন্য কোনও ঘটনার যোগাযোগ নেই। এই যে উনি অন্যের পরিবারে ঢুকে ভাই-ভাইয়ে বিবাদ বাঁধানোর পাপ কাজটি করছেন, এই পাপ কিন্তু ওঁকে ছাড়বে না। এটা যেন মনে রাখেন।" উল্লেখ্য, এর আগে দেবাশিস দত্তের নাম না করে টুটু বোসও বলেছিলেন, ক্লাবের নির্বাচনকে ঘিরে তাঁর পরিবারেও ফাটল ধরানোর চেষ্টা হয়েছে। কিন্তু সে অপচেষ্টা কোনওদিন সফল হবে না।

বর্তমান সচিবের পাঠানো আইনি নোটিশ যে আদতে ভিত্তিহীন, সেটা পরিষ্কার ভাষাতেই বলছেন সৃঞ্জয় বোস। তাঁর বক্তব্য, "১৬ তারিখের সংবাদপত্রকে উনি নোটিস পাঠাচ্ছেন। ১৫ তারিখের সংবাদপত্রকে পাঠাচ্ছেন না। তাহলে কি ওঁর আগের দিন চশমা ভেঙে গিয়েছিল যে পড়তে পারেননি। তাই শুধু 'সংবাদ প্রতিদিন' পড়েছেন। উনি বিভ্রান্ত করতে চাইছেন মোহনবাগানের সদস্য সমর্থকদের। ওঁর কাছে আমার অনুরোধ নির্বাচনী রাজনীতিতে মিথ্যাচার করবেন না। আমরা সবাই মোহনবাগানী। এর মধ্যে দয়া করে নোংরামি ও মিথ্যাচার এনে নির্বাচনকে কলুষিত করবেন না।" অর্থাৎ, সত্যের পথে থেকেই নির্বাচনে জয়লাভ করতে চান তিনি। সেটাও যেন স্পষ্ট করে দিলেন। আসলে প্রবল মিথ্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে 'অভিভাবক'-এর মতো মোহনবাগান ও 'সংবাদ প্রতিদিন'-এর হয়ে লড়াই করলেন সৃঞ্জয় বোস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মোহনবাগান নির্বাচনের আগে প্রবল মিথ্যাচার সচিব দেবাশিস দত্তের।
  • 'সংবাদ প্রতিদিন'-এর খবরের ভুল ব্যাখ্যা করে নির্বাচনে সভ্য-সমর্থকদের বিভ্রান্ত করছেন বর্তমান সচিব।
  • তীব্র ভাষায় বর্তমান সচিবের সেই মিথ্যাচারের প্রতিবাদ করেছেন প্রাক্তন সচিব তথা 'সংবাদ প্রতিদিন'-এর প্রধান সম্পাদক সৃঞ্জয় বোস।
Advertisement