shono
Advertisement

মেট্রোর দরজা বন্ধে সমস্যা, অফিস টাইমে দুর্ভোগে যাত্রীরা

সকাল থেকে দেরিতে চলছে বেশিরভাগ মেট্রো৷ The post মেট্রোর দরজা বন্ধে সমস্যা, অফিস টাইমে দুর্ভোগে যাত্রীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:50 AM Aug 02, 2019Updated: 11:57 AM Aug 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ব্যস্ত সময়ে শহরে মেট্রো বিভ্রাট৷ সূত্রের খবর, শুক্রবার সকালে দমদম থেকে গড়িয়াগামী একটি রেকের দরজা বন্ধ হতে সমস্যা হওয়ায়, প্রতিটি স্টেশন থেকে মেট্রো ছাড়তে দেরি হয়৷ ফলে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের৷ নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে হিমশিম খেতে হয় তাঁদের৷

Advertisement

[ আরও পড়ুন: সাতসকালে দক্ষিণ কলকাতার বহুতল থেকে ঝাঁপ, মৃত্যু ২ প্রৌঢ়ের

জানা গিয়েছে, শুক্রবার সকালে দমদম থেকে ছাড়ে ওই নন-এসি রেকটি৷ এরপর বিভিন্ন স্টেশনে সেটির দরজা খুলতে এবং বন্ধ হতে দেরি হয়৷ এজন্য স্টেশনে প্রায় পাঁচ থেকে আট মিনিট অতিরিক্ত সময় দাঁড়িয়ে থাকতে হয় ট্রেনটিকে৷ ফলে পরবর্তী ট্রেনগুলি ছাড়তে দেরি হয়৷ এজন্য অফিস টাইমে চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হতে হয় যাত্রীদের৷ এ কারণে, মেট্রো রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা৷ তাঁদের অভিযোগ, মেট্রোর এই গোলযোগ প্রতিদিনের ঘটনা হয়ে গিয়েছে৷ কোন না কোনও কারণে প্রত্যেকদিন মেট্রোতে দুর্ভোগের শিকার হতে হচ্ছে৷ ফলে মেট্রো যাত্রা এখন দুর্বিষহ হয়ে উঠেছে৷ কিন্তু তাতেও কোনও হুঁশ নেই কর্তৃপক্ষের৷ যাত্রীদের সমস্যা মেটাতে কোনও পদক্ষেপই নিচ্ছেন না তাঁরা৷ এদিকে সমস্যার কথা স্বীকার করেছে মেট্রো কর্তৃপক্ষ৷ তাঁদের তরফে জানান হয়েছে, দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানের চেষ্টা চলেছে৷

[ আরও পড়ুন: বিপজ্জনক চিংড়িঘাটা-কালীঘাট উড়ালপুল, ভারী যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত প্রশাসনের ]

অন্যদিকে, জোর করে মেট্রোতে ওঠার চেষ্টা করায় এক যাত্রীর কাছে হাজার টাকা জরিমানা করল মেট্রো কর্তৃপক্ষ৷ জানা গিয়েছে, এসপ্ল্যানেড স্টেশনে মেট্রোর দরজা বন্ধের সময় জোর করে ট্রেনে ওঠার চেষ্টা করেন ওই ব্যক্তি৷ কোনও মতে তাঁকে আটকান নিরাপত্তারক্ষীরা৷ এরপরই ওই ব্যক্তির কাছে ১০০০ টাকা জরিমানা করে কর্তৃপক্ষ৷ গত মাসে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে চলন্ত ট্রেনের দরজায় হাত আটকে যাত্রীর মৃত্যুর ঘটনার পর থেকেই, এই নিয়ম চালু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷ সাফ জানানো হয়েছে, দরজা বন্ধের সময়ও জোর করে ট্রেনে উঠতে চাইলে, মোটা অঙ্কের জরিমানা দিতে হবে ওই যাত্রীকে৷

The post মেট্রোর দরজা বন্ধে সমস্যা, অফিস টাইমে দুর্ভোগে যাত্রীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement