shono
Advertisement

Breaking News

ডুডলে ভারতীয় প্রতিভাবান নারীকে শ্রদ্ধা গুগলের, জানেন কে ইনি?

জানলে আপনিও কুর্নিশ জানাবেন৷ The post ডুডলে ভারতীয় প্রতিভাবান নারীকে শ্রদ্ধা গুগলের, জানেন কে ইনি? appeared first on Sangbad Pratidin.
Posted: 09:07 AM Nov 22, 2017Updated: 12:48 PM Sep 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেরুন পাড় সবুজ শাড়ি পরিহিতা এক মহিলা৷ গলায় ঝুলছে স্টেথোস্কোপ৷ পিছনে কর্মব্যস্ত হাসপাতাল৷ বুধবার গুগল ডুডলে এ ছবিই ফুটে উঠছে৷ কিন্তু কে এই নারী জানেন কি? কী এঁর কীর্তি যাঁকে ডুডলের মাধ্যমে স্মরণ করছে গুগল৷

Advertisement

সম্প্রতি ডুডলে ভারতীয় নারীশক্তিকে শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছে গুগলকে৷ দিন কয়েক আগেই দেশে মহীয়সী নারী কর্নেলিয়া সোরাবজির জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছিল এই জনপ্রিয় সার্চ ইঞ্জিন৷ যিনি ছিলেন দেশের প্রথম মহিলা আইনজীবী। এর ফলে তাঁর নানা অজানা তথ্যই সামনে এসেছিল। বুধবার নেটিজেনদের আরেক মহীয়সীর কথা স্মরণ করাল গুগল৷ তিনি রুখমাবাই রাউত৷ ব্রিটিশ আমলে তিনিই ছিলেন প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক৷

[নজরে ডিজিটাল ইন্ডিয়া, বন্ধ হচ্ছে চেক বুকের ব্যবহার?]

তবে শুধুই চিকিৎসক হিসেবে নয়, ইতিহাসের পাতায় তাঁর নাম লেখা রয়েছে আরও কিছু সমাজসেবা মূলক কাজের জন্যও৷ পরাধীন ভারতবর্ষে নারী স্বাধীনতা বলে কোনও বিষয়ের অস্বস্তি প্রায় ছিল না বললেই চলে৷ সেই যুগে দাঁড়িয়ে তিনি লড়েছিলেন বাল্যবিবাহের বিরুদ্ধে৷ লড়েছিলেন মহিলাদের অধিকার নিয়ে৷ ১৮৯১ সালে ‘এজ অফ কনসেন্ট অ্যাক্ট’ চালু হওয়ার নেপথ্যেও ভূমিকা রয়েছে তাঁর৷ সেই আমলে দাঁড়িয়ে সমস্ত মহিলার যৌনজীবন নিয়ে সরব হওয়ার সাহস দেখিয়েছিলেন৷

মাত্র ১১ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হয়েছিল রুখমাবাই রাউতকে৷ কিন্তু শ্বশুরবাড়ি যেতে কিছুতেই রাজি হননি তিনি৷ মা ও সৎ বাবার সঙ্গে জেদ করে থেকে গিয়েছিলেন নিজের বাড়িতেই৷ কিন্তু স্বামী ছিলেন নাছোড়বান্দা৷ ভয় না পেয়ে অবশ্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন রুখমাবাই৷ বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়৷ নিজের জীবন দিয়ে অনুভব করেছিলেন বলেই পরবর্তীকালে নারীর অধিকার নিয়ে সরব হন তিনি৷

[মূত্রনালিতে সংক্রমণের ক্ষেত্রে অব্যর্থ এই ঘরোয়া উপায়গুলি]

এখানেই শেষ নয়৷ তাঁর প্রতিভার বিচ্ছুরণ ঘটে খবরের কাগজের পাতাতেও৷ ‘আ হিন্দু লেডি’ নামে পত্রিকায় চিঠি বের হত তাঁর৷ সেই লেখার আয় থেকেই পড়াশোনার খরচ চালাতেন৷ ইংল্যান্ডে চিকিৎসাশাস্ত্র পড়লেও নাড়ির টান ছিলই৷ দেশে ফিরে রাজকোটের একটি হাসপাতালে প্র্যাকটিস শুরু করেছিলেন৷ সেই প্রতিভাবান স্বনামধন্যা রুখমাবাইকেই তাঁর ১৫৩ তম জন্মদিনে বুধবার শ্রদ্ধা জানাল গুগল৷

The post ডুডলে ভারতীয় প্রতিভাবান নারীকে শ্রদ্ধা গুগলের, জানেন কে ইনি? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement