shono
Advertisement

নির্যাতিতাকেই নগ্ন করে নিগ্রহ করল পুলিশ, আদালতের দ্বারস্থ বাবা

তদন্তের জন্য পুলিশ স্টেশনে ডাকা হয়েছিল ১৪ বছরের নাবালিকাকে৷ The post নির্যাতিতাকেই নগ্ন করে নিগ্রহ করল পুলিশ, আদালতের দ্বারস্থ বাবা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:44 PM May 02, 2017Updated: 01:14 PM May 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের শিকার হয়েছিল ১৪ বছরের নাবালিকা৷ পুলিশ স্টেশনে গিয়েছিল সে অভিযোগ জানাতে৷ কিন্তু অভিযোগে আমল দেওয়া তো দূরের কথা উল্টে পুলিশের হাতেই যৌন নিগ্রহের শিকার হতে হল ধর্ষিতাকে৷ পুরুষ পুলিশকর্মীদের সামনেই নগ্ন হতে বাধ্য করা হয়েছে তাকে৷ এমনই অভিযোগ নিয়ে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে ওই নাবালিকা৷

Advertisement

[‘পাকিস্তান মুর্দাবাদ’, শহিদদের মুণ্ডচ্ছেদের প্রতিবাদে স্লোগান স্কুল পড়ুয়াদের]

মেয়ের হয়ে হাই কোর্টে মামলা দায়ের করেছেন নাবালিকার বাবা৷ অভিযোগ, গত বছরের ২০ নভেম্বর ধর্ষণের শিকার হয় ওই নাবালিকা৷ বিষয়টির তদন্তের জন্য ২৩ নভেম্বর কাটিয়ার পুলিশ স্টেশনে ডাকা হয় ওই নাবালিকাকে৷ সেখানেই পুরুষ পুলিশ কর্মীদের সামনে তাকে নগ্ন হতে বাধ্য করা হয়৷ এমনকী, কর্মীরা নাবালিকার শরীরের আপত্তিজনক স্থানে ছুঁয়ে পরীক্ষা করে আদৌ সে ধর্ষণের শিকার হয়েছে কিনা৷

[অনিচ্ছাকৃত খুনের মামলায় জেরা করা হবে বিক্রমকে]

পুরো বিষয়টি প্রকাশ্যে আসে যখন নাবালিকার বাবা হাই কোর্টের দ্বারস্থ হন৷ ইতিমধ্যেই এই বিষয়ে হরিয়ানার ডিজিপিকে নোটিস পাঠানো হয়েছে আদালতের তরফ থেকে৷ বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছে হরিয়ানা সরকারও৷ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত সচিব রাম নিবাস জানিয়েছেন, এটি খুবই মারাত্মক একটি অভিযোগ৷ নাবালিকার অভিযোগের ভিত্তিতেই গোটা ঘটনার পূর্নাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়৷ যদি অভিযোগ প্রমাণিত হয় দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে৷

[আধার কার্ডের পর এবার যোগীর রাজ্যে গরুর জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা]

The post নির্যাতিতাকেই নগ্ন করে নিগ্রহ করল পুলিশ, আদালতের দ্বারস্থ বাবা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement