shono
Advertisement

জাকির নায়েকের ভারতে ফেরা নিয়ে বিভ্রান্তি, জল্পনা অস্বীকার বিতর্কিত ধর্ম প্রচারকের

কী জানাচ্ছে ভারত সরকার? The post জাকির নায়েকের ভারতে ফেরা নিয়ে বিভ্রান্তি, জল্পনা অস্বীকার বিতর্কিত ধর্ম প্রচারকের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:55 PM Jul 04, 2018Updated: 08:16 PM Aug 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালয়েশিয়া থেকে কি ভারতে ফিরছে বিতর্কিত ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েক? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে৷ সূত্রের খবর, ধর্মের নামে বিদ্বেষ প্রচার এবং সন্ত্রাসবাদে প্রত্যক্ষ মদত দেওয়ায় মামলায় অভিযুক্ত নায়েকের মাথার উপর থেকে সাহায্যের হাত তুলে নিয়েছে মালয়েশিয়া সরকার৷ বুধবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন খোদ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী৷ ফলে নায়েকের ভারতে ফেরা ছাড়া অন্য কোনও উপায় নেই বলেই মনে করা হচ্ছে৷ যদিও এই খবরকে ভ্রান্ত বলে দাবি করেছেন জাকির নায়েকের আইনজীবী৷ এমন কিছু ঘটেনি বা অদূর ভবিষ্যতেও ঘটবে না বলেই তাঁর দাবি৷ এমনকী এই খবর নিয়ে প্রশ্ন জিইয়ে রেখেছেন এনআইএ মুখপাত্র অলোক মিত্তালও৷ ফলে বিতর্কিত এই ধর্ম প্রচারকের ভারতে ফেরা নিয়ে তৈরি হয়েছে চূড়ান্ত বিভ্রান্তি৷

Advertisement

[এমিরেটস ফ্লাইটে আর মিলবে না ‘হিন্দু মিল’, জানাল সংস্থা]

২০১৬-তে ঢাকার হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় সঙ্গে সরাসরি যোগসূত্র পাওয়া গিয়েছিল বিতর্কিত এই ইসলাম ধর্মপ্রচারকের৷ ‘পিস টিভি’ নামে নায়েকের নিজস্ব টেলিভিশন চ্যানেলে বিদ্বেষমূলক ভাষণ শুনেই সন্ত্রাসী কার্যকলাপে উদ্বুদ্ধ হয়েছিল হামলার সঙ্গে যুক্ত দুই জঙ্গি৷ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ভারত৷ তদন্তে সামনে আসতে থাকে একের এক চাঞ্চল্যকর তথ্য৷ প্রকাশ্যে আসে সন্ত্রাসবাদে মদতদাতা এই  স্বঘোষিত ধর্ম প্রচারকের একের পর এক কুকীর্তি৷ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামে তার প্রতিষ্ঠিত সংস্থা কীভাবে সন্ত্রাসীদের অর্থ সাহায্য করত তা প্রকাশ পায়৷ কেবল অর্থ সাহায্যই নয়, জেহাদি কাজকর্মের হাতেখড়ি দেওয়া হত তার সংস্থায়৷ ইতিমধ্যে, পিস টিভি ও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত ও বাংলাদেশ সরকার৷ তবে এতদিন মালয়েশিয়ায় পালিয়ে গিয়ে আত্মগোপন করেছিল নায়েক৷

[চিনা ব্যাংকের জন্য ভারতের বাজার উন্মুক্ত করল কেন্দ্র]

নায়েককে ফেরানোর জন্য দীর্ঘদিন ধরেই মালয়েশিয়া সরকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বিদেশমন্ত্রক৷ মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে ভারতের কাছে কিছু শর্ত রাখা হয়েছিল জাকির নায়েককে ফিরিয়ে দেওয়ার বিষয়ে৷ বলা হয়েছিল, বিতর্কিত এই ধর্ম প্রচারকের নামে ইন্টারপোলের নোটিশ বা রেড কর্নার নোটিশ জারি করতে৷ তবেই তাকে ভারতের হাতে তুলে দিতে পারবে মালয়েশিয়া সরকার৷ কিন্তু এখনও এগুলি করে উঠতে পারেনি ভারত সরকার৷ কিন্তু বুধবারের ঘটনা এই জল্পনায় অন্য মাত্রা যোগ করেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল৷ তাঁদের মতে, সত্যিই যদি মোস্ট ওয়ান্টেড জাকির নায়েককে ভারতে ফিরিয়ে আনতে সক্ষম হয় নয়াদিল্লি তবে তা তদন্তকারীদের জন্য চরম সাফল্য৷

The post জাকির নায়েকের ভারতে ফেরা নিয়ে বিভ্রান্তি, জল্পনা অস্বীকার বিতর্কিত ধর্ম প্রচারকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement