shono
Advertisement

এই গরমে পার্টি! স্টাইল বজায় রেখে মজায় মাতুন এই পোশাকে

উইকএন্ডে এই পোশাকে হয়ে উঠুন অনন্যা৷ The post এই গরমে পার্টি! স্টাইল বজায় রেখে মজায় মাতুন এই পোশাকে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:31 PM May 03, 2019Updated: 05:31 PM May 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু থেকেই হাঁকিয়ে ব্যাটিং করছে গ্রীষ্ম৷ চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ৷ কিন্তু তাই বলে সপ্তাহান্তে বন্ধুদের সঙ্গে দেখাসাক্ষাৎ না করে বাড়িতে বসে থাকবেন, তা তো আর হতে পারে না৷ এদিকে আবার গরমের দাপটে স্টাইল মাটি৷ যা পরছেন, তাতেই গলদঘর্ম অবস্থা৷ কিন্তু বন্ধুদের মাঝে আকর্ষণীয় না হয়ে উঠতে পারলে কি পার্টি মানায়? তাই পোশাকেই আনুন চমক৷ যাতে আপনি তীব্র গরমকে মোকাবিলা করার পাশাপাশি হয়ে উঠতে পারেন ফ্যাশনিয়েস্তা৷

Advertisement

[ আরও পড়ুন: প্রবল দাবদাহে ফ্যাশনেবল ও আরামদায়ক থাকার সিক্রেট লিনেন-সুতির যুগলবন্দি]

অফিসে যাওয়ার জন্য শার্ট এবং জিনসই সাধারণত বেছে নেন অনেকে৷ আপনি কি তাঁদের তালিকায়? শার্ট ছাড়া কিছু ভাবতেই পারেন না? তবে অফিস আর পার্টির লুক তো এক হতে পারে না৷ তাই পার্টির জন্য বেছে নিন লং শার্ট৷ হাঁটু ছোঁয়া ঝুল হলেই চলবে৷ গলায় থাক হালকা কোনও হার৷ এই লুক আপনাকে সকলের মাঝে করে তুলবে এক্কেবারে অন্যরকম৷

ডেনিম সম্পর্কে আলাদা করে কিছু বলার থাকতেই পারে না৷ শার্ট হোক কিংবা শর্টস, সবেতেই ডেনিম যে ঠিক কতটা ফ্যাশনেবল তা জানেন না, এমন তন্বী কমই আছেন৷ তাই বন্ধুদের সঙ্গে হুল্লোড়ের জন্য এই পোশাক আপনি বাছতেই পারেন৷ ব্যস্ত জীবনের শিডিউলের ফাঁকে হালকা মুডে সপ্তাহান্তে আনন্দ করার জন্য এই পোশাকের বিকল্প হতে পারে না৷

ভিড়ের মাঝে নিজেকে আলাদা করে তুলতে চাইলে আপনার আলমারিতে মজুত রাখুন জাম্পস্যুট৷ সপ্তাহান্তে পার্টিতে যাওয়ার সময় বেছে নিন পোশাকটি৷ নির্ঝঞ্ঝাট এই পোশাক পরাও যেমন সহজ, তেমন আরামদায়কও৷

[ আরও পড়ুন: স্বাস্থ্যচর্চার বাইরে রূপচর্চারও অনবদ্য উপকরণ গ্রিন টি, রইল ব্যবহারের টিপস]

বন্ধুদের দলেই কি আপনার মনের মানুষও রয়েছেন? তাঁর সামনে নিজেকে লাস্যময়ী রূপে ধরা দিতে চান? তবে ক্রপ টপ ছাড়া অন্য কোনও পোশাকের কথা ভুলেও ভাববেন না৷ নাভির উপর পর্যন্ত ক্রপ টপ আর সঙ্গে জিনস৷ দু’য়ের মেলবন্ধনে আপনার চেহারা বদলে যেতে পারে৷ কে বলতে পারে সপ্তাহান্তের পার্টির পরেই হয়তো মন দেওয়ানেওয়া হয়ে গেল দুজনের৷

খুব খোলামেলা পোশাক পরতে আপনি অনভ্যস্ত? অথচ ট্রেন্ডি লুক ছাড়া কীভাবে পার্টিতে যাবেন ভাবছেন, তাই তো? চিন্তা করবেন না৷ পরিবর্তে বেছে নিন ফ্লোরাল লং গাউন৷ এই পোশাক পরেই বন্ধুদের মাঝে হয়ে উঠতে পারেন আরও রঙিন৷ তাই গরমকে বিদায় জানিয়ে বাহারি পোশাকে হয়ে উঠুন আরও মোহময়ী৷

[ আরও পড়ুন: সমুদ্রতটে বিকিনি বিপ্লব, বাঙালি এখন টু-পিস প্রেমী]

The post এই গরমে পার্টি! স্টাইল বজায় রেখে মজায় মাতুন এই পোশাকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement