shono
Advertisement

গুপ্তধনের সন্ধান! বাড়ির সিঁড়ি ভাঙতেই বেরিয়ে এল কলসি ভরতি মোহর

অনুমান, মজুত রয়েছে আরও ধনসম্পত্তি৷ The post গুপ্তধনের সন্ধান! বাড়ির সিঁড়ি ভাঙতেই বেরিয়ে এল কলসি ভরতি মোহর appeared first on Sangbad Pratidin.
Posted: 08:53 PM Aug 13, 2018Updated: 09:23 PM Aug 13, 2018

দিব্যেন্দু মজুমদার, হুগলি: এই ঘটনা সিনেমার চিত্রনাট্যের চেয়ে কোনও অংশে কম নয়৷ পুরনো বাড়ি ভাঙতেই বেরিয়ে এল কলসি ভরতি মোহর৷ সন্ধান পেলেন রাজমিস্ত্রিরা৷ ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের মধুবাটি গ্রামে। মোহরগুলিকে উদ্ধার করেছে পুলিশ৷ এলাকাবাসীর অনুমান, বাড়িটি ভাঙলে খোঁজ মিলতে পারে আরও মোহরের৷

Advertisement

[রবিনসন স্ট্রিটের ছায়া চন্দননগরে, এক সপ্তাহ ধরে দাদার মৃতদেহ আগলে রাখলেন ভাই]

জানা গিয়েছে, বছর আটেক আগে নৃপেন মণ্ডল নামে এক ব্যক্তির কাছ থেকে বাড়িটি কেনেন অশোক মণ্ডল৷ সোমবার বাড়িটির দ্বিতীয়তলে মেরামতির কাজ শুরু করেন রাজমিস্ত্রিরা৷ দোতলার সিঁড়ি ভাঙতেই বেরিয়ে আসে কলসি ভরতি মোহর৷ প্রথমে বিষয়টি চেপে যেতে চান কর্মরত মিস্ত্রিরা৷ তাঁরা নিয়েও নেন কয়েকটি মোহর৷ কিন্তু বিষয়টি নজরে আসে বাড়ির বর্তমান মালিক অশোক মণ্ডলের৷ তাঁদের কাছ থেকে মোহরগুলি নিয়ে পুলিশে খবর দেন তিনি৷ পুলিশ এসে মোহরগুলি উদ্ধার করে৷

[নিঝুম সোনাঝুড়ির বাড়ি, প্রিয় নেতার প্রয়াণে অঘোষিত বনধ বোলপুর-শান্তিনিকেতনে]

মোহরগুলি উদ্ধারের খবর রটে যেতেই ভিড় জমতে থাকে বাড়ির সামনে৷ ঘটনাস্থলে এসে উপস্থিত হন বাড়ির পূর্বতন মালিক নৃপেন মণ্ডল৷ তিনি দাবি করেন মোহরগুলি তাঁর পূর্বপুরুষদের৷ ফলে এগুলির মালিক তিনি৷ তবে তাঁর সেই দাবিতে কোনও কর্ণপাত করেনি পুলিশ৷ সেগুলিকে উদ্ধার করে প্রত্নতত্ত্বিক বিভাগের কাছে পাঠানোর ব্যবস্থা চলছে৷ অনেকের অনুমান, মোহরগুলি ব্রিটিশ আমলের৷ প্রতিটি মোহরের পিছনে রয়েছে ব্রিটিশ আমলের ছাপ৷

The post গুপ্তধনের সন্ধান! বাড়ির সিঁড়ি ভাঙতেই বেরিয়ে এল কলসি ভরতি মোহর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement