shono
Advertisement

Breaking News

হিন্দির উপর কালির পোচ, তামিলনাডুর বিভিন্ন জায়গায় লেখা মুছে প্রতিবাদে ডিএমকে

তামিলনাডুর বিভিন্ন কেন্দ্রীয় সরকারি অফিসের বোর্ড থেকে মুছে যাচ্ছে হিন্দি৷ The post হিন্দির উপর কালির পোচ, তামিলনাডুর বিভিন্ন জায়গায় লেখা মুছে প্রতিবাদে ডিএমকে appeared first on Sangbad Pratidin.
Posted: 06:09 PM Jun 09, 2019Updated: 09:26 AM Jun 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি ভাষাকে আবশ্যিক করা নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতায় সবচেয়ে সরব তামিলনাডু৷ ডিএমকে একেবারেই এই সিদ্ধান্ত মেনে নেবে না বলে সাফ জানিয়েছেন৷ সেই বিরোধিতা এতটাই তীব্র যে রাজ্যজুড়ে হিন্দি ভাষায় লেখা যে কোনও বোর্ড থেকে হিন্দি মুছে ফেলা হচ্ছে৷ এমনকী বাদ গেল না তিরুচিরাপল্লি বিমানবন্দরও৷ সেখানে প্রবেশের মুখে হোর্ডিংয়ে হিন্দিতে লেখা নামটিকে কালো কালি দিয়ে মুছে দেওয়া হল৷

Advertisement

[আরও পড়ুন: আলিগড়ের পর উজ্জয়িনী, দুধের শিশুকে ধর্ষণের পর খুন করে নদীতে ভাসাল কাকা]

তিরুচিরাপল্লি বিমানবন্দরের একাধিক জায়গায় এমন কালো কালির দাগ দেখা গিয়েছে৷ শুধু তাই-ই নয়, সে রাজ্যের বিএসএনএল অফিস, পোস্ট অফিসের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি জায়গা থেকেও হিন্দি লেখা কালো কালিতে ঢেকে দেওয়া হয়েছে৷ এনিয়ে ডিএমকে প্রধান স্ট্যালিন স্পষ্টই জানিয়েছেন, ‘যেখানে কেন্দ্র হিন্দি ভাষা সর্বত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেখানে আমাদের রাজ্যের প্রত্যেকের উচিত নিজেদের মতো করে বিরোধিতা করা৷ আর তার প্রতিবাদ হিসেবে এখানকার সব কেন্দ্রীয় সরকারি অফিসে আমরা তামিল ভাষাকে আবশ্যক করতে চাইছি৷’ স্ট্যালিন আরও জানিয়েছেন, হিন্দিকে প্রতিহত করতে যে কোনও রকম আন্দোলন করতে প্রস্তুত তাঁরা৷

দ্বিতীয়বার কেন্দ্রের ক্ষমতায় আসার পর মোদি সরকার জাতীয় শিক্ষানীতির খসড়ায় ঘোষণা করেছিল, মূলত অহিন্দিভাষী রাজ্যগুলিতে হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে আবশ্যিক করতে হবে৷ এর বিরুদ্ধে সবচেয়ে আগে ঝাঁপিয়ে পড়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলি, বিশেষত তামিলনাডু৷ এভাবে কেন্দ্রের বিজেপি সরকার ভাষা সন্ত্রাস চালিয়ে ভারতের বৈচিত্র্যময় ঐতিহ্য ভাঙতে চাইছে বলে অভিযোগে সরব হয়েছিল ডিএমকে-সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি৷ হিন্দি বিরোধিতায় সুর মিলিয়েছিল পশ্চিমবঙ্গও৷ দাবি উঠছিল, হিন্দি নয়, বিভিন্ন রাজ্যের আঞ্চলিক ভাষাকে বাড়তি গুরুত্ব দিতে হবে৷ এসবের চাপে পড়ে শিক্ষানীতির খসড়া থেকে হিন্দি আবশ্যিক করার বিষয়টি প্রত্যাহার করে নেওয়া হয়৷

[আরও পড়ুন: যোগীকে নিয়ে ‘অপমানজনক’ ভিডিও সম্প্রচার, গ্রেপ্তার টিভি চ্যানেলের সম্পাদক]

কিন্তু তা সত্ত্বেও আন্দোলন থামছে না৷ এমনিতেই দক্ষিণ ভারত নিজেদের ঐতিহ্য নিয়ে বরাবরই অত্যন্ত সচেতন৷ বিশেষত ভাষা এবং সংস্কৃতর উপর আঘাতকারী কোনও শক্তিকেই তাঁরা প্রতিহত করতে সক্ষম হয়েছে এযাবৎকাল৷ হিন্দি ভাষা নিয়েও সেই একই পথে এগিয়ে চলছে তাঁরা৷ তারই নিদর্শন দেখা যাচ্ছে তিরুচিরাপল্লি বিমানবন্দর, পোস্ট অফিসের মতো জায়গা থেকে হিন্দি লেখা মুছে দেওয়া৷   

The post হিন্দির উপর কালির পোচ, তামিলনাডুর বিভিন্ন জায়গায় লেখা মুছে প্রতিবাদে ডিএমকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement