shono
Advertisement

পার্লার নয়, এবার বাড়িতে বসেই পেতে পারেন স্ট্রেট চুল

কীভাবে চুল স্ট্রেট করবেন? The post পার্লার নয়, এবার বাড়িতে বসেই পেতে পারেন স্ট্রেট চুল appeared first on Sangbad Pratidin.
Posted: 07:59 PM Aug 10, 2018Updated: 08:29 PM Aug 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুল নিয়ে খুঁতখুঁতানি কমবেশি সব মহিলারই রয়েছে৷ একঢাল কালো, নরম চুল কে না ভালবাসে? তবে বর্তমানে স্ট্রেট চুলই ফ্যাশনে ইন৷ অনেকেই স্ট্রেট চুল পাওয়ার আশায় ভিড় জমান বিউটি পার্লারে৷ বেশ মোটা অঙ্কের টাকা খরচ করে চুল স্ট্রেট করেন বহু তন্বী৷ কিন্তু পকেট থেকে কানা কড়ি খরচ না করেই যদি স্ট্রেট করে ফেলা যায় আপনার সাধের চুল? তবে কেমন হয়? আপনার জন্যই রইল চুল স্ট্রেটনিংয়ের কিছু ঘরোয়া দাওয়াই৷

Advertisement

[সুন্দর লুকের জন্য জরুরি উপযুক্ত বেস মেক-আপ, পদ্ধতি জানেন তো?]

১৷ এক কাপ দুধ ও একটি মাত্র ডিমের মিশ্রণও আপনাকে দিতে পারে চুল স্ট্রেট করার আস্বাদ৷ ব্রাশ দিয়ে ওই মিশ্রণ ভাল করে চুলে লাগিয়ে নিন৷ আধঘণ্টা ধরে এই মিশ্রণ চুলে লাগিয়ে রাখতে হবে৷ তোয়ালে দিয়ে জড়িয়ে রাখুন এই মিশ্রণ৷ শ্যাম্পু দিয়ে ভাল করে চুল ধুয়ে নিন৷ তারপর দেখতে পাবেন জাদু৷

[প্যান্ট খুলেছে নাকি অদ্ভুত জুতো! নয়া স্টাইলে তাক লাগালেন জেনিফার]

২৷ ঘরোয়া পদ্ধতিতে চুল স্ট্রেট করার জন্য অ্যালোভেরা ও নারকেল তেলেরও জুড়ি মেলা ভার৷ অ্যালোভেরা এমনি চুলের পক্ষে খুবই উপকারী৷ একটি কাপের অর্ধেক নারকেল তেল নিন৷ ওই তেলের সঙ্গে মেশান অ্যালোভেরা৷ তারপর তা লাগিয়ে নিন আপনার চুলে৷ ঘণ্টাখানেক মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন৷ চুল শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন৷ এবার ভাল করে চুল মুছে নিন৷ চিরুনি দিয়ে চুল আঁচড়ে ভাল করে শুকিয়ে নিন৷ তৈরি থাকুন চুল শুকিয়ে গেলেই কিন্তু বইবে প্রশংসার ঝড়৷

 

[স্কিনটোন অনুযায়ী বেছে নিন লিপস্টিকের রং]

৩৷ বাড়িতে বসেই চুল স্ট্রেট করার জন্য অ্যাপেল সিডার ভিনিগারও ব্যবহার করতেই পারেন৷ দুই কাপ জলে তিন টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন৷ এরপর চুলে শ্যাম্পু লাগিয়ে ধুয়ে নিন৷ ভিজে চুল আরও একবার ওই ভিনিগারের মিশ্রণ দিয়ে ধুয়ে মুছে ফেলুন৷ সপ্তাহে একবার করে এই মিশ্রণ ব্যবহার করলে, ফল পেতে বাধ্য৷

 

[শুধু হাত বা পা নয়, বর্ষার রূপচর্চায় খেয়াল রাখুন নখেরও]

৪৷ চুলের হারানো আর্দ্রতা ফেরাতে পারে মুলতানি মাটি৷ দুই চামচ মুলতানি মাটির সঙ্গে জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন৷ ওই পেস্ট চুলে লাগিয়ে একঘণ্টা রেখে দিন৷ শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন৷ দেখবেন কেমন জেল্লা ফিরে পাবে আপনার চুল৷

৫৷ নারকেল দুধের উপকারিতা নিশ্চয়ই আপনাকে নতুন করে বলার প্রয়োজন নেই! ত্বকের ক্ষেত্রে যেমন উপকারী, তেমনই আবার চুল স্ট্রেট করার ক্ষেত্রে নারকেল দুধের কোনও তুলনা হয় না৷ একটি ব্রাশের সাহায্যে চুলে নারকেল দুধ মেখে রেখে দিন একঘণ্টা৷ শ্যাম্পু করার পর তফাৎটা নিজে চোখেই দেখতে পাবেন৷

[সুস্থ থাকুন শরীরচর্চায়, প্লাঙ্ক দেবে ফিট অ্যান্ড শেপড বডি]

The post পার্লার নয়, এবার বাড়িতে বসেই পেতে পারেন স্ট্রেট চুল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement