shono
Advertisement

কীভাবে সাজাবেন ছোটদের ঘর? রইল কয়েকটি টিপস

এই টিপস আপনার কাজে লাগবেই। The post কীভাবে সাজাবেন ছোটদের ঘর? রইল কয়েকটি টিপস appeared first on Sangbad Pratidin.
Posted: 09:02 PM Jan 28, 2020Updated: 09:09 PM Jan 28, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বাড়ি কিনলেই মাথায় একরাশ চিন্তা। ব্যালকনি কীভাবে সাজানো হবে? বেডরুমে কী কী থাকবে?  আর বাড়ির ড্রইং রুম তো হবে সবচেয়ে সুন্দর। যাতে আর পাঁচজন দেখে বাহবা দেয়। কিন্তু এর মধ্যে কোথাও আপনার খুদেটির জন্য ঘরের কথা ভুলে যাননি তো? ওটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ভাবছেন কীভাবে সাজাবেন? আপনার জন্য রইল কিছু টিপস।

Advertisement

১-৫ বছর

  • ছোটদের ঘর সাজানোর সময় প্রথমেই একটা কালার প্যালেট বেছে নিন। মেয়েদের জন্য হালকা গোলাপি, পিচ, বাসন্তীর মতো রং, ছেলেদের ঘরের জন্য হালকা নীল, সাদা, প্যাস্টেল পিঙ্ক, মিন্ট গ্রিন বা নিউট্রাল কোনও রং বাছা যেতে পারে।
  • এরপর ছোটদের বেডিং কিনুন পছন্দ অনুযায়ী। হালকা রঙের সুতির বিছানাপত্র, চাদর কিনুন। প্রিন্টের দিকে নজর দিন। ছোটদের ঘরের সঙ্গে খাপ খায় এমন প্রিন্ট বাছুন।
  • ঘরের পর্দা সুতির কিনুন। খুব রংচঙে বা চড়া রঙের কারুকাজ করা পর্দা ছোটদের ঘরে বেমানান।
  • ঘরের যেখানে ক্রিব বা খাট রাখবেন, তার চারদিকে আসবাবপত্রে ভরিয়ে না ফেলে খোলামেলা রাখুন।
  • ছোটদের খাটের কোনা কিড্‌স প্রুফ করুন। চারপাশে যাতে কোনও ধারালো কোণ না থাকে, সেদিকে নজর দিন। থাকলে রাবার এন্ডস লাগান।
  • ছোটদের দিনের অনেকটা সময় কাটে খাটে শুয়ে। তাই ঘরের দেওয়ালের পাশাপাশি সিলিংও সাজিয়ে তুলুন ছোটদের ভাল লাগার মতো করে।
  • দেওয়ালে চার্ট, নাম্বার টেবিল, অ্যালফাবেট, পশু-পাখি চেনার চার্ট লাগানো যেতে পারে। সিলিংয়ে লাগিয়ে দিন গ্লো ইন ডার্ক স্টার প্ল্যানেট।
  • ছোটদের প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র হাতের কাছে রাখার জন্য একটা ছোট ওয়ার্ডরোব মজুত রাখুন।
  • জানলায় পর্দার পাশাপাশি ব্ল্যাক আউট কার্টেন বা ভারী ব্লাইন্ড লাগান, যাতে আলোতে ছোটদের ঘুমের অসুবিধা না হয়।
  • ছোটদের ঘরের আলো খুব জোরালো বা একেবারে নিভু হলে চলবে না। এমন আলো লাগান, যাতে চোখে চাপ না পড়ে, আবার খেলাধুলোর সময় তাদের অসুবিধাও না হয়।
  • ছোটদের কিছু খেলনা, সফ্‌ট টয় তাদের ঘরেই রাখুন। গলায় আটকে যেতে পারে বা ছোটরা গিলে ফেলতে পারে এমন জিনিস হাতের কাছ থেকে দূরে রাখুন।

[ আরও পড়ুন: মাত্র ২০ মিনিটে নিজেই পরিষ্কার করুন কিচেন চিমনি, রইল টিপস ]

৫-১২

  • এই বয়সের ছোটরা স্বভাবতই খাটে শোবে। তাই এমন একটা খাট বেছে নিন, যাতে তারা আগামী পাঁচ-সাত বছর অনায়াসে শুতে পারে।
  • ভাইবোন একসঙ্গে একঘরে থাকার ব্যবস্থা করলে বাঙ্ক খাট তৈরি করতে পারেন। এতে জায়গা বাঁচবে অনেকটা।
  • জায়গার অভাবে স্টোরেজ সমেত হাইড্রোলিক খাট কিনুন বা ড্রয়ার সমেত বক্স খাট কেনা যেতে পারে।
  • খাটের তলার ড্রয়ার বা স্টোরেজ স্পেসে ছোটদের খেলনা, নিত্যপ্রয়োজনীয় জিনিস, ক্রেয়ন, ক্রাফটের জিনিস রাখুন।
  • দেওয়ালের ছবিতে এবার ছোটদের পছন্দের কার্টুন চরিত্র, পছন্দের চলচ্চিত্র, পোস্টার লাগানো যেতে পারে।
  • একটা দেওয়ালে উচ্চতা মাপার স্কেল ও ওয়ার্ল্ড ম্যাপ লাগালেও মন্দ হবে না।
  • পড়ার টেবিলে যাতে স্টোরেজ থাকে, সেদিকে নজর দিন।
  • ছোটদের বইয়ের নেশা থাকলে খাটের পাশে একটা ছোট বইয়ের তাক বানান। খেয়াল রাখবেন তাক যেন ছোটদের হাতের নাগালে থাকে।
  • এই বয়সের ছোটদের ঘরের আসবাবপত্রে রঙের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। হলুদ, মিন্ট গ্রিন, টিল ব্লু, গোলাপি- এ ধরনের রঙের ব্যবহার করা যেতে পারে, তাতে ঘর উজ্জ্বল ও প্রাণবন্ত দেখাবে।

[ আরও পড়ুন: সংসারে শ্রীবৃদ্ধি চান? সিঁড়ির নিচে এই জিনিসগুলি ভুলেও রাখবেন না ]

The post কীভাবে সাজাবেন ছোটদের ঘর? রইল কয়েকটি টিপস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement