সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর পাঁচটা পূর্ণিমার থেকে দোল পূর্ণিমার গুরুত্ব ভারতীয়দের কাছে অনেকটাই আলাদা। দোল পূর্ণিমার আগের দিন হোলিকা দহনের সঙ্গে সব খারাপকে পুড়িয়ে ফেলার পর এই পূণ্য তিথিতে আবার সবকিছু ভালর সূচনা হয় বলেই আমাদের বিশ্বাস। তাই দোল পূর্ণিমায় পুজোর উপাচারেও থাকে বিশেষত্ব। বিশ্বাস, এই উপাচারই বয়ে আনে সৌভাগ্যের বার্তা। আপনিও জেনে নিন কোন দেবতাকে কী দিয়ে পুজো দেবেন দোল পূর্ণিমায়…
১. দোলের দিন শিবকে পুজো দেওয়ার সময় হোলিকা দহনের ভস্মটুকু অর্পণ করুন। তা আপনার সৌভাগ্য বয়ে আনবে।
২. দেবীদুর্গাকে আবির লাগানো ওড়না চড়ান।
[আরও পড়ুন: দোলে ডাকছে পলাশ, শান্তিনিকেতন ভুলে পুরুলিয়ায় ভিড় পর্যটকদের]
৩. মহাবীরকে পুজো দিন সিঁদুর বা লাল আবিরে রাঙিয়ে মনের ইচ্ছে জানান। পূর্ণ হবে।
৪. দোল পূর্ণিমায় গণেশকে ঠান্ডাইয়ের ভোগ দিতে ভুলবেন না।
৫. হলুদ রঙের বাতাসা দিয়ে পুজো দিন নারায়ণের।
৬. ভগবান কৃষ্ণকে অবশ্যই পুজো দিন রং, আবির দিয়ে। সঙ্গে দিন পিচকারিও।