shono
Advertisement
Sandal

কপালে এক ফোঁটা চন্দনেই ম্যাজিক, বদলাতে পারে সব কিছু!

হিন্দু ধর্মশাস্ত্র মতে, চন্দন খুবই পবিত্র।
Published By: Sayani SenPosted: 04:02 PM Dec 27, 2025Updated: 04:07 PM Dec 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চন্দনের গুণাগুণ অজানা নয় কারও। আবার পূজার্চনার ক্ষেত্রেও চন্দন অত্য়ন্ত প্রয়োজনীয়। হিন্দু ধর্মশাস্ত্র মতে, চন্দন খুবই পবিত্র। অনেকেই কাজে বেরনোর সময় কপালে চন্দনের টিপ পরেন। বিশ্বাস করে তাতেই মিলবে সাফল্য। তবে জানেন কি, শুধু এইটুকু নয়। কপালে চন্দনের একটি টিপ বদলে যেতে পারে জীবন।

Advertisement

* বর্তমানে কর্মব্যস্ত জীবন। নিজেদের জন্য সময় পাওয়াই যায় না। শারীরিক ক্লান্তির মতো মানসিক ক্লান্তি ঘিরে ধরে আমাদের। যা জন্ম দেয় অবসাদের। কপালে প্রতিদিন এক ফোঁটা চন্দন লাগালে নাকি অতিরিক্ত দুশ্চিন্তা, অবসাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

*
মাথা যন্ত্রণার সমস্যায় ভোগেন অনেকেই। ওষুধপত্র না খেয়ে ব্যথা থেকে রেহাই পেতে কপালে এক ফোঁটা চন্দন নাকি অব্যর্থ। আজ থেকেই এই কৌশল কাজে লাগাতে পারেন।

* রাতের অন্ধকার ঘর। হাতে স্মার্টফোন। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও ঘুম আর আসছে না। অনিদ্রার সমস্যায় কি আপনিও ভোগেন? এই সমস্য়া থেকে রেহাই পেতে চন্দন নিমেষে কাজ দেবে। তাই প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এক ফোঁটা চন্দনের টিপ কপালে পরুন। ফল পেতে সময় লাগবে না।

* আপনি কোনও কাজে মন দিতে পারছেন না? তার ফলে যা করতে যান, তাতেই গণ্ডগোল হচ্ছে? তাহলে আপনার সমস্যা সমাধান করতে পারে এক ফোঁটা চন্দন। অনেকেই বলেন, এক ফোঁটা চন্দন কপালে লাগালেই বাড়তে পারে মনসংযোগ।

* প্রচণ্ড গরমে বাড়ি থেকে বেরতে ভয় পান অনেকেই। গরম থেকেও রেহাই দিতে পারে চন্দন। বাইরে বেরনোর আগে কপালে এক ফোঁটা চন্দন দিন। তাতেই অত্য়ধিক গরম থেকে রেহাই পেতে পারেন।

তাই পুজোর সময় ছাড়াও প্রতিদিন চন্দন ব্যবহারকে অভ্যাসে পরিণত করুন। সুফল মিলবেই, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হিন্দু ধর্মশাস্ত্র মতে, চন্দন খুবই পবিত্র।
  • অনেকেই কাজে বেরনোর সময় কপালে চন্দনের টিপ পরেন। বিশ্বাস করে তাতেই মিলবে সাফল্য।
  • শুধু এইটুকু নয়। কপালে চন্দনের একটি টিপ বদলে যেতে পারে জীবন।
Advertisement