সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৪ রিখটার স্কেলে ভূমিকম্প। প্রবল কম্পনের দোসর বিকট আওয়াজ। সবমিলিয়ে ভয়ানক আতঙ্কের মধ্যে সোমবার ঘুম ভেঙেছে দিল্লিবাসীর। কিন্তু প্রশ্ন উঠছে, ভূমিকম্পের সময়ে ওইভাবে আওয়াজ হল কেন? কম্পনের আতঙ্কের পাশাপাশি এই শব্দদানবের ভয়েও কাঁটা হয়ে রয়েছে রাজধানী।
ন্যাশনাল সেন্টার অফ সেসমিলজি সূত্রে খবর, সোমবার সকাল ৫টা ৩৬ মিনিটে কেঁপেছে দিল্লির বিস্তীর্ণ এলাকা। দক্ষিণ দিল্লির ধৌলাকুঁয়াতে কম্পনের উৎসস্থল। সেখানে অবস্থিত দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশ্যাল এডুকেশনের কাছেই কম্পন তৈরি হয়েছে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের এপিসেন্টার। রিখটার স্কেলে ৪ মাত্রায় ভূমিকম্প হলেও যথেষ্ট বেশি কম্পন অনুভব করেছেন দিল্লিবাসী। আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। ঘরের মধ্যে দুলতে থাকা জিনিসপত্রের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অনেকে।
ভূমিকম্পের এমন ঘটনাবলির মধ্যেই উঠে আসছে বিকট শব্দের খবর। কেউ বলছেন, বোমা ফাটার মতো আওয়াজ পেয়েছেন। কারও মনে হয়েছে কোনও হিংস্র প্রাণীর গর্জন। ভূমিকম্পে দুলতে থাকা খাটে বসে ওই বিকট শব্দ শুনে আবার কেউ কেউ ভেবেছেন, উত্তাল সমুদ্রে হয়তো ডুবে যাচ্ছেন তাঁরা। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতেও ওই শব্দ শোনা গিয়েছে।
কিন্তু এমন শব্দ হল কেন? আমেরিকার জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুযায়ী, ভূকম্পের জেরে ছোট ছোট তরঙ্গ তৈরি হয়। সেই তরঙ্গ ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছে গেলে তার জেরে শব্দ শোনা যায়। যেহেতু দিল্লির ভূমিকম্পের এপিসেন্টার বা উৎসস্থল মাত্র ৫ কিলোমিটার গভীরে, সেজন্যই প্রবল জোরে শব্দ শোনা গিয়েছে। কারণ এমন অগভীর কেন্দ্র থেকে তৈরি হওয়া কম্পন ভূপৃষ্ঠকে অনেক বেশি ধাক্কা দেয়। তার জেরেই শব্দের মাত্রাও অনেক জোরালো হয়।
