সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আটদিন ধরে গণধর্ষিতা৷ তারপর পাথর দিয়ে থেঁতলে খুন৷ আসিফার মৃত্যুর ভয়াবহতা স্তব্ধ করে দিয়েছে দেশবাসীকে৷ আসিফা এখন আর কোনও একটি মেয়ের নাম নয়৷ আসিফা আর কেবল বাখরাওয়াল সম্প্রদায়ের কোনও নির্দিষ্ট মেয়ে নয়৷ গোটা দেশ বুঝেছে এই হিংসা, এই বিদ্বেষ বজায় থাকলে আসিফার পরিণতি হতে পারে দেশের যে কোনও শিশুরই৷ তাই পোস্টার হাতে নীরব প্রতিবাদে নেটদুনিয়ায় দেশের সাধারণ নাগরিক থেকে সেলেবরা৷
[ ‘ধর্ষকদের আড়াল করতে জাতীয় পতাকা! এটা কি দেশদ্রোহিতা নয়?’ ]
আসিফার ধর্ষণ স্রেফ লালসা চরিতার্থতার খাতিরে নয়৷ এর নেপথ্যে রয়েছে জাতিবিদ্বেষ৷ ভূমি দখলের রাজনীতি৷ উৎখাতের তত্ত্ব৷ ভবঘুরে যাযাবর বাখরওয়াল সম্প্রদায়ের প্রতি জম্মুর এক শ্রেণির মানুষের প্রবল বিদ্বেষ৷ কেন ওই শ্রেণির মানুষ তাদের জমিতে বাস গড়ে তুলেছে, এই প্রশ্নেই সংঘাত৷
[ বাঁচতে চাইলে পালাও, হুমকি পেয়েও আসিফার জন্য লড়ছেন এই মহিলা আইনজীবী ]
কিন্তু তার মীমাংসা অন্য কোনও পথেও হতে পারত৷ হয়নি৷ উলটে সম্প্রদায়ের ছোট্ট একটি মেয়েকে ধর্ষণ ও হত্যা করে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে৷ এলাকা না ছাড়লে যে কারও এই পরিণতি হতে পারে৷
[ ‘হিন্দু-মুসলিম দেখি না, কর্তব্য সবার আগে’, আসিফা গণধর্ষণ কাণ্ডে মন্তব্য পুলিশকর্তার ]
বিদ্বেষ এতটাই প্রবল যে, সেই পুঁজিতে ভর করেই আড়ালে থেকেছে ধর্ষণে অভিযুক্তরা৷ মিছিল বের করে, জাতীয় পতাকা হাতে তাদের সমর্থন জানানো হয়েছে৷ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই ভয়বহতায় হতবাক৷
[ আসিফার গণধর্ষণের পিছনে পাকিস্তান, বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে আগুনে ঘি ]
একদিকে এরকম নিষ্ঠুর ঘটনা, অন্যদিকে তা নিয়ে রাজনীতি ও ধর্মের টানাটানি৷ ধর্ষককে বাঁচাতে নির্লজ্জ সমর্থন কিংবা আইনজীবীর উপর চাপ সৃষ্টির করার মতো ঘটনা সভ্যতাকে প্রতিনিয়ত নগ্ন করছে৷ এ দেশটা তো সকলেরই৷ সেখানে আসিফার যে পরিণতি, সে দুর্ভাগ্য গোটা দেশেরই৷ সে পরিণতি থেকে গা বাঁচানোর কোনও উপায় নেই৷
[ মোমবাতির আলোয় জাগবেন ‘ওয়াচম্যান’? প্রশ্ন তুলে আসিফার জন্য পথে রাহুল ]
আসিফাকে হয়তো নিজের মেয়ে বলার সাহস আমাদের নেই৷ কিন্তু এ ঘটনায় যে ভারতবর্ষ লজ্জিত তা নতুন করে বলার কিছু নেই৷ সেই সঙ্গে ঘিরে ধরে উদ্বেগের মেঘ৷ নিজের সন্তানকে বাঁচাতে তাই চলছে পোস্টার প্রতিবাদ৷
সেলেব থেকে সাধারণ মানুষ- সকলেই দাঁড়িয়েছেন পোস্টার হাতে৷ সেখানে স্পষ্ট লেখা, আমিই ভারতবর্ষ এবং আমি লজ্জিত৷ আমার সন্তানকে রক্ষা কোরো৷ এভাবেই আসিফার ধর্ষণ ও মৃত্যুর প্রতিবাদে শামিল দেশবাসী৷
The post ‘আমি হিন্দুস্তান, আমি লজ্জিত’, শিশুদের বাঁচাতে পোস্টারে প্রতিবাদ নাগরিকদের appeared first on Sangbad Pratidin.