shono
Advertisement

‘আমি হিন্দুস্তান, আমি লজ্জিত’, শিশুদের বাঁচাতে পোস্টারে প্রতিবাদ নাগরিকদের

#JusticeForOurChild The post ‘আমি হিন্দুস্তান, আমি লজ্জিত’, শিশুদের বাঁচাতে পোস্টারে প্রতিবাদ নাগরিকদের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:53 PM Apr 13, 2018Updated: 02:09 PM Dec 07, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আটদিন ধরে গণধর্ষিতা৷ তারপর পাথর দিয়ে থেঁতলে খুন৷ আসিফার মৃত্যুর ভয়াবহতা স্তব্ধ করে দিয়েছে দেশবাসীকে৷ আসিফা এখন আর কোনও একটি মেয়ের নাম নয়৷ আসিফা আর কেবল বাখরাওয়াল সম্প্রদায়ের কোনও নির্দিষ্ট মেয়ে নয়৷ গোটা দেশ বুঝেছে এই হিংসা, এই বিদ্বেষ বজায় থাকলে আসিফার পরিণতি হতে পারে দেশের যে কোনও শিশুরই৷ তাই পোস্টার হাতে নীরব প্রতিবাদে নেটদুনিয়ায় দেশের সাধারণ নাগরিক থেকে সেলেবরা৷

Advertisement

 ‘ধর্ষকদের আড়াল করতে জাতীয় পতাকা! এটা কি দেশদ্রোহিতা নয়?’ ]

আসিফার ধর্ষণ স্রেফ লালসা চরিতার্থতার খাতিরে নয়৷ এর নেপথ্যে রয়েছে জাতিবিদ্বেষ৷ ভূমি দখলের রাজনীতি৷ উৎখাতের তত্ত্ব৷ ভবঘুরে যাযাবর বাখরওয়াল সম্প্রদায়ের প্রতি জম্মুর এক শ্রেণির মানুষের প্রবল বিদ্বেষ৷ কেন ওই শ্রেণির মানুষ তাদের জমিতে বাস গড়ে তুলেছে, এই প্রশ্নেই সংঘাত৷

[  বাঁচতে চাইলে পালাও, হুমকি পেয়েও আসিফার জন্য লড়ছেন এই মহিলা আইনজীবী ]

কিন্তু তার মীমাংসা অন্য কোনও পথেও হতে পারত৷ হয়নি৷ উলটে সম্প্রদায়ের ছোট্ট একটি মেয়েকে ধর্ষণ ও হত্যা করে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে৷ এলাকা না ছাড়লে যে কারও এই পরিণতি হতে পারে৷

[  ‘হিন্দু-মুসলিম দেখি না, কর্তব্য সবার আগে’, আসিফা গণধর্ষণ কাণ্ডে মন্তব্য পুলিশকর্তার ]

বিদ্বেষ এতটাই প্রবল যে, সেই পুঁজিতে ভর করেই আড়ালে থেকেছে ধর্ষণে অভিযুক্তরা৷ মিছিল বের করে, জাতীয় পতাকা হাতে তাদের সমর্থন জানানো হয়েছে৷ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই ভয়বহতায় হতবাক৷

[  আসিফার গণধর্ষণের পিছনে পাকিস্তান, বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে আগুনে ঘি ]

একদিকে এরকম নিষ্ঠুর ঘটনা, অন্যদিকে তা নিয়ে রাজনীতি ও ধর্মের টানাটানি৷ ধর্ষককে বাঁচাতে নির্লজ্জ সমর্থন কিংবা আইনজীবীর উপর চাপ সৃষ্টির করার মতো ঘটনা সভ্যতাকে প্রতিনিয়ত নগ্ন করছে৷ এ দেশটা তো সকলেরই৷ সেখানে আসিফার যে পরিণতি, সে দুর্ভাগ্য গোটা দেশেরই৷ সে পরিণতি থেকে গা বাঁচানোর কোনও উপায় নেই৷

 মোমবাতির আলোয় জাগবেন ‘ওয়াচম্যান’? প্রশ্ন তুলে আসিফার জন্য পথে রাহুল ]

আসিফাকে হয়তো নিজের মেয়ে বলার সাহস আমাদের নেই৷ কিন্তু এ ঘটনায় যে ভারতবর্ষ লজ্জিত তা নতুন করে বলার কিছু নেই৷ সেই সঙ্গে ঘিরে ধরে উদ্বেগের মেঘ৷ নিজের সন্তানকে বাঁচাতে তাই চলছে পোস্টার প্রতিবাদ৷

সেলেব থেকে সাধারণ মানুষ- সকলেই দাঁড়িয়েছেন পোস্টার হাতে৷ সেখানে স্পষ্ট লেখা, আমিই ভারতবর্ষ এবং আমি লজ্জিত৷ আমার সন্তানকে রক্ষা কোরো৷ এভাবেই আসিফার ধর্ষণ ও মৃত্যুর প্রতিবাদে শামিল দেশবাসী৷

The post ‘আমি হিন্দুস্তান, আমি লজ্জিত’, শিশুদের বাঁচাতে পোস্টারে প্রতিবাদ নাগরিকদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার