shono
Advertisement

ভারতের এই স্থানে প্রাক্তন সেনা অফিসারদের নুন কিনতে হয় ১৫০ টাকায়

এমন এক জায়গা, যেখানে পৌঁছতে স্থানীয় সদর থেকে সময় লাগে ৭-১০ দিন৷ The post ভারতের এই স্থানে প্রাক্তন সেনা অফিসারদের নুন কিনতে হয় ১৫০ টাকায় appeared first on Sangbad Pratidin.
Posted: 10:39 AM Jun 08, 2017Updated: 05:09 AM Jun 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বাস করাটা কঠিন মনে হতে পারে, কিন্তু এখনও এই দেশেরই একটি নির্দিষ্ট অঞ্চলে প্রাক্তন সেনা জওয়ান ও তাঁদের পরিবারকে প্রতি কিলো নুন কিনতে খরচ করতে হয় ১৫০ টাকা৷ এক কিলো চিনির দাম ২০০ টাকা৷ তাও অবশ্য মেলে না সবসময়৷

Advertisement

[মসজিদে অনুদানের টাকায় সীমান্তে সন্ত্রাস ছড়াচ্ছে পাক জঙ্গিরা]

যে জায়গাটির কথা বলা হচ্ছে, সেটি হল অরুণাচল প্রদেশে ভারত-মায়ানমার সীমান্তের কাছে একটি বিচ্ছিন্ন ভূখণ্ডের মতো এলাকা – বিজয়নগর৷ হিমালয়ের কোলে ছবির মতো দেখতে এই গ্রাম প্রায় ৮০০০ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত৷ ১৯৬১-তে অসম রাইফেলসের আইজি মেজর জেনারেল এ এস গুরায়ার নেতৃত্বে আধাসেনার একটি বাহিনী অরুণাচল প্রদেশে এই এলাকাটি আবিষ্কার করে৷ এ এস গুরায়ার পুত্রের নামে জায়গাটির নামকরণ করা হয়৷ বর্তমানে বিজয়নগরে প্রায় ৩০০ পরিবারের বাস৷ মূলত সেনাবাহিনীর প্রাক্তন সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা বাস করেন এখানে৷

ভারত-মায়ানমার সীমান্ত নির্ধারণের পর অসম রাইফেলসের অবসরপ্রাপ্ত জওয়ান ও তাঁদের পরিবারকে এখানে পুনর্বাসন দেওয়া হয়৷ তাঁদের আশ্বাস দেওয়া হয়, দ্রুতই ওই এলাকায় রাস্তা, স্কুল-সহ জীবনযাত্রার প্রয়োজনীয় পরিষেবা চালু হয়ে যাবে৷ দেওয়া হবে চাষবাসের জন্য জমিও৷ কিন্তু ২০১৭-তেও ছবিটা এমন কিছুই পাল্টায়নি৷ স্থানীয় বাসিন্দা জেড রালতে এই প্রসঙ্গে বলছেন, “১৯৬৪-তে তৎকালীন অসম রাইফেলসের সদস্য ছিলাম আমি৷ ভারত সরকার আমাদের এখানে ৫০ একর জমি দেওয়ার আশ্বাস দেয়৷ কিন্তু আমরা পেয়েছি মাত্র ১১ একর৷ সেই থেকে চাষবাস করে খাচ্ছি৷ এখন যা অবস্থা আমাদের নুন কিনতে হয় ১৫০ টাকা দিয়ে৷ পায়ে হেঁটে যাতায়াত করতে কষ্ট হয় প্রবীণদের৷”

শুধু নুন-চিনির মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যই নয়, স্থানীয় হাসপাতালের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার৷ বিমানপথ ছাড়া যাওয়ার অন্য কোনও উপায় নেই৷ বিজয়নগরে পৌঁছতে স্থানীয় সদর থেকে সময় লাগে অন্তত ৭-১০ দিন৷ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কোথাও কোথাও হাঁটাপথ ছাড়া উপায় নেই৷ ফোন করতে একটিমাত্র PCO থেকে প্রতি মিনিটে পাঁচ টাকা খরচ করতে হয়৷ তবে অসম রাইফেলসের সদস্যরা নিয়মিত সাহায্য করেন বলে জানিয়েছেন স্থানীয়রা৷ তাঁদের দাবি, এবার অন্তত বাচ্চাদের পড়াশোনা ও গর্ভবতীদের জন্য হাসপাতালের ব্যবস্থা করুক সরকার৷

[মাচিল সেক্টরে অনুপ্রবেশের ছক রুখে চার জঙ্গিকে নিকেশ করল সেনা]

The post ভারতের এই স্থানে প্রাক্তন সেনা অফিসারদের নুন কিনতে হয় ১৫০ টাকায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement