shono
Advertisement

Breaking News

Faridabad

ফরিদাবাদে গাড়িতে তুলে তরুণীকে 'গণধর্ষণ', আড়াই ঘণ্টা নির্যাতনের পর ছুড়ে ফেলা হল রাস্তায়!

বাড়ি পৌঁছে দেওয়ার অছিলায় গণধর্ষণ!
Published By: Kishore GhoshPosted: 02:40 PM Dec 31, 2025Updated: 03:50 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে উন্নাও ধর্ষণ কাণ্ডের মামলা নিয়ে দেশজুড়ে শোরগোলের মধ্যেই হরিয়ানার ফরিদাবাদ শহরে গণধর্ষণ! একটি চলন্ত গাড়িতে বিবাহিতা ২৮ বছরের তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। আড়াই ঘণ্টা ধরে নারকীয় নির্যাতনের পরে তাঁকে গাড়ি থেকে ছুড়ে ফেলে দেয় অভিযুক্তরা।

Advertisement

পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। তরুণী এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। বাড়ি ফিরবেন বলে রাস্তায় একটি গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এক সময় পণ্যবাহী একটি গাড়ি তরুণীর সামনে এসে দাঁড়ায়। ওই গাড়িতে থাকা দুই যুবক তাঁকে বাড়িতে পৌঁছে দেবেন বলে কথা দেন। যদিও গন্তব্যের উলটো দিক গুরুগ্রাম রোডে রওনা দেয় গাড়িটি। তরুণীর অভিযোগ, পরবর্তী আড়াই ঘণ্টা ধরে দুই যুবক তাঁকে ধর্ষণ করেন। হাজার অনুরোধ, উপরোধেও মন গলেনি তাঁদের। উলটে তাঁকে হুমকি দেওয়া হয়।

রাত তিনটে নাগাদ এসজিএম নগরের রাজা চক এলাকায় তরুণীকে চলন্ত গাড়ি থেকে ছুড়ে ফেলে দেয় অভিযুক্তরা। তরুণীর শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। সবচেয়ে বেশি আঘাত লাগে মুখে। রক্তাক্ত তরুণী তাঁর বোনকে ফোন করলে পরিবার লোকেরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে। তরুণীর মুখে ১২টি সেলাই পড়েছে।

নির্যাতিতার বোন স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। সেখানে জানানো হয়েছে, তিন সন্তানের মা তরুণী বিবাহবিচ্ছিন্না। বর্তমান মায়ের সঙ্গে থাকছিলেন। মায়ের সঙ্গে ঝগড়া রাত সাড়ে আটটা নাগাদ এক বন্ধুর বাড়িতে যান। সেখানে থেকে বাড়ির ফেরার পথেই দুষ্কৃতীদের খপ্পড়ে পড়েন। অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের গাড়ি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে।
  • নির্যাতিতার বোন স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন।
Advertisement