সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে সময়টা ভালো যাচ্ছে না দেশের বৃহত্তম বিমানসংস্থা ইন্ডিগোর। চরম অব্যবস্থার জেরে দেশজুড়ে পরিষেবা বিঘ্নিত হওয়ায় এমনিতেই কেন্দ্রের রোষের মুখে পড়েছে তারা। বড় আর্থিক জরিমানা করা হয়েছে বিমানসংস্থাটিকে। এবার সেটার উপর চাপল অতিরিক্ত জিএসটি জরিমানা। নিয়ম মেনে জিএসটি না মেটানোয় ইন্ডিগোকে ৪৫৮ কোটি টাকা জরিমানার নোটিস পাঠিয়েছে দিল্লি সরকার। ফলে বিপত্তি আরও বাড়তে চলেছে দেশের বৃহত্তম বিমানসংস্থার।
জানা গিয়েছে, ইন্ডিগো-কে দিল্লি সরকারের তরফে মোট ৪৫৮ কোটি ২৬ লক্ষ টাকার নোটিস দেওয়া হয়েছে। দিল্লির সিজিএসটি কমিশনের অভিযোগ, ২০২২-২৩ অর্থবর্ষে নির্ধারিত কর নিয়ম মেনে শোধ করেনি। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের সিজিএসটি কমিশনের তরফ থেকেও প্রায় ১৫ লক্ষ টাকার নোটিস পাঠানো হয়েছে। জিএসটি অফিস থেকে আসা নোটিসের বিষয়টি বুধবারই শেয়ারবাজারকে জানিয়েছে ইন্ডিগো। কিন্তু ইন্ডিগোর দাবি, তারা কোনও নিয়ম ভঙ্গ করেনি। সব নোটিসের জবাব দেওয়া হবে। এবং আইনি পথে বিষয়টির মোকাবিলা করা হবে। ইন্ডিগো বলছে, তারা কর সংক্রান্ত নিয়ম মেনেই চলে। প্রয়োজনে আইনি পথে জরিমানার নোটিসকে চ্যালেঞ্জ করবে তারা।
উল্লেখ্য, ডিসেম্বরের শুরুতে দেশজুড়ে ব্যাহত হয়েছিল ইন্ডিগোর ফ্লাইট পরিষেবা। সেই ঘটনার তদন্তের জন্য চার সদস্যের তদন্ত কমিটি গড়েছিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। সেই কমিটি রিপোর্টও দিয়েছে। তাতে ইন্ডিগোর বিরুদ্ধে কড়া ব্যবস্থার সুপারিশ রয়েছে বলেই খবর। ইতিমধ্যেই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ইন্ডিগোকে মোটা অঙ্কের জরিমানা এবং আংশিকভাবে পরিষেবা বন্ধ রাখার শাস্তি দিয়েছে। সেটার উপর আবার চাপছে এই জিএসটি জরিমানার খড়্গ।
