shono
Advertisement

Breaking News

Rajasthan

দিল্লির ছায়া রাজস্থানে, বাজেয়াপ্ত ১৫০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি, বর্ষবরণের রাতে নাশকতার ছক!

ইতিমধ্যেই দু'জনেক গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Subhodeep MullickPosted: 02:59 PM Dec 31, 2025Updated: 04:05 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষবরণের আগে রাজস্থানে নাশকতার ছক! বাজেয়াপ্ত করা হল ১৫০ কেজি বিস্ফোরক বোঝাই একটি চারচাকা গাড়ি। কিন্তু গাড়িটির মালিক কে, তা এখনও জানা যায়নি। ঘটনায় ইতিমধ্যেই দু'জনেক গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, দিল্লির কায়দায় রাজস্থানে হামলার ছক করেছিল আততায়ীরা।

Advertisement

বুধবার গোপন সূত্রে খবর পেয়ে রাজস্থানের টঙ্ক জেলার বারোনি থানা এলাকায় গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ। তল্লাশি চালিয়ে প্রায় ১৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে বলে তদন্তকারীদের সূত্রে খবর। এর পাশাপাশি গাড়িটি থেকে উদ্ধার হয়েছে ২০০টি কার্তুজ এবং ৬ বান্ডিল তার। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন সুরেন্দ্র মোচি এবং সুরেন্দ্র পাটোয়া। বর্তমানে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা বুন্দি থেকে টঙ্কে বিস্ফোরকগুলি নিয়ে এসেছিলেন। ডিএসপি মৃত্যুঞ্জয় মিশ্র বলেন, "গোপন সূত্রে খবর পাওয়ার পরই আমরা অভিযান চালাই। তারপরই বিস্ফোরক বোঝাই গাড়িটি উদ্ধার হয়। ইতিমধ্যেই দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হচ্ছে।"

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। ঘটনায় মৃত্যু হয় ১৫ জনের। আহত হন আরও অনেকে। তারপরই সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়িগুলিতে ছড়িয়ে পড়ে আগুন। বিস্ফোরণের পরই গোটা এলাকায় হলস্থূল পড়ে য়ায়। ভারত সরকারের তরফে এই ঘটনাকে জঙ্গি হামলা বলে ঘোষণা করা হয়েছে। তবে কোনও সন্ত্রাসবাসী গোষ্ঠী এর দায় স্বীকার না করলেও তদন্তকারীদের একটি সূত্রের খবর, এর নেপথ্যে ছিল পাক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ। দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমেই দেশে 'হোয়াইট কলার জঙ্গি মডিউল' প্রকাশ্যে আসে। গ্রেপ্তার করা হয়েছে বহু 'জেহাদি' চিকিৎসককে। দিল্লি বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই এবার রাজস্থানে বাজেয়াপ্ত করা হল বিস্ফোরক বোঝাই গাড়ি। গোটা ঘটনায় ফের আতঙ্ক তৈরি হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ষবরণের আগে রাজস্থানে নাশকতার ছক!
  • বাজেয়াপ্ত করা হল ১৫০ কেজি বিস্ফোরক বোঝাই একটি চারচাকা গাড়ি।
Advertisement