সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে দেশের সার্বিক করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও ইতিমধ্যেই হানা দিয়েছে শক্তিশালী ‘ওমিক্রন’। তাছাড়া আগামী বছরের গোড়াতেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাই কোনও প্রকার ঝুঁকি না নিয়ে সংক্রমণ ঠেকাতে কড়া পদক্ষেপ করল মহারাষ্ট্র সরকার। ওমিক্রন ঠেকাতে দু’দিনের জন্য মুম্বইয়ে জারি হল ১৪৪ ধারা।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৯৯২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় খানিকটা কম। তবে প্রতিদিনিই চিন্তা বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী ওমিক্রন আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে এক সাড়ে তিন বছরের শিশুর শরীরে থাবা বসিয়েছে এই নয়া স্ট্রেন। পাশাপাশি সে রাজ্যেই সবচেয়ে বেশি ওমিক্রন (Omicron) সংক্রমিতের সংখ্যা। এখনও পর্যন্ত আক্রান্ত ১৭ জন। সেই কারণে মুম্বইয়ে আজ ও আগামিকাল অর্থাৎ ১১ এবং ১২ ডিসেম্বর, যে কোনও রকম জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মহারাষ্ট্র সরকার। রাজনৈতিক, ধর্মীয়-সহ কোনওপ্রকার ভিড় করা যাবে না। নিয়ম ভাঙলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারায় শাস্তিও ভোগ করতে হবে বলে জানানো হয়েছে।
[আরও পড়ুন: ফের মহাভুল! উন্নয়নের প্রচারে এবার শিয়ালদহ উড়ালপুলের ছবি পোস্ট ত্রিপুরা সরকারের]
এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩৯৩ জন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৫ হাজার ১২৮ জন। তবে প্রতিদিনই একটু একটু করে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৯৩ হাজার ২৭৭ জন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ১৪ হাজার ৩৩১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯ হাজার ২৬৫ জন। সুস্থতার হার ৯৮.৩৬ শতাংশ।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৩২ কোটি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকালই ভ্যাকসিন পেয়েছেন ৭৬ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১২ লক্ষের ৫০ হাজার ৬৭২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।